Site icon Trickbd.com

[MUST SEE] ঈদের বানান ভুল নিয়ে কিছু কথা না দেখলে আপনিও না জেনে পাপ করবেন

Unnamed

আসসালামু আলাইকুম,
মুসলমান হিসেবে আমাদের সকলের ই উচিত সালাম
দেওয়া এবং নেওয়া।
টিউনের শুরুতে একটু কুশল বিনিময় করি, কেমন
আছেন? আমি ভাল আছি আল্লাহ্’র মেহেরবাণীতে।
টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা
দরকার।
অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।
আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যেকোন
সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন,
আমি আছি আপনাদের সেবায়।


ফেইসবুকে আমি ASR RIFAT



টিউনটি খুব সংক্ষিপ্ত করলাম।
ঈদ নিয়ে নাস্তিকদের আপত্তি সরাসরি না
হলে ও!! তাহা ভাষার শুদ্ধতার নামে
আস্তিকত্ব প্রকাশ!!

“ঈদ” অর্থ খুশি- আনন্দ
“ইদ” অর্থ মহিলাদের ঋতুকালীন সময়ের অবস্থা
কে বুঝানো হয়েছে।
একটু সচেতন হয়ে “ঈদ মোবারক” লিখবেন।
“ঈদ” এবং “ইদ” দুটোই আরবী শব্দ।
“ঈদ” কে “ইদ” বলা যাবে না। কেন?
কারণঃ-
“ফামিন কানা মিনকুম মারিডাতান আও আলা
সাফারিন ফা ”ইদ”দাত লিল আইয়্যামিল
ওখার…….”
— সূরা আল্-বাকারা — ২য় সিফারা
আয়াতটি নামাজ সম্পর্কিত। এখানে
মারিডাতান মহিলাদের (হায়েজ) অসুস্থতাকে
বুঝানো হয়েছে আর ইদ হলো সেই (ঋতুস্রাব)
অসুস্থতার সময়কাল। যেহেতু মহিলাদের জন্য
ঐসময়টাতে ইবাদত মওকুফ তাই এটা মহিলাদের
একপ্রকার আনন্দ বা ইদ। আর ঈদ অর্থ খুশি এ
শব্দটা উভয় লিঙ্গ,, পক্ষান্তরে ইদ শব্দটা স্ত্রী
লিঙ্গ। ঈদ সবার জন্য…… ঈদ আরবী বানান
আইন+ইয়া+দাল=ঈদ ﻋﻴﺪ !! আর ইদ (ইদ দত) বানান
আইন+দাল=ইদ ﻋﺪ ।
From Abu Sufian Bro
# পোস্ট লিখে আমার কোনো লাভ নাই, তাই
কেউ
# খারাপ মন্তব্য করবেন না।

কষ্ট করে টিউন লিখি, শুধু আপনাদের কিছু টা উপকার
করার জন্য। আমার টিউন পড়ে আপনার বিন্দুমাত্র
ভাল লাগে/উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।
আমার মনে হয় আমরা সকলে যেটুকু জানি সেটুকুই
যদি আমরা সকলের সাথে ট্রিকবিডিতে শেয়ার করি
তাহলে সবাই শেখার/ জানার সুযোগ পাই।
তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ
একে অপরের প্রতি হিংসা করবেন না।
আমরা তো সকলেই বন্ধু, তাই না?
চলে যাওয়ার মুহুর্তে আরেকটি কথা বলতে চাই,
আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
আল্লাহ্ হাফেজ