Site icon Trickbd.com

হাদীছের ভাষায় আমাদের মাঝে উত্তম কারা? MUST SEE

হাদীছের ভাষায় আমাদের মাঝে উত্তম কারা?
—————-——————–
:
▪️তোমাদের মাঝে সর্বোত্ত, যে নিজে কুরআন শিক্ষা করে ও অন্যকে শেখায়। [সহীহ বুখারী হা/৫০২৭]

—————————
▪️তোমাদের মাঝে উত্তম, যার চরিত্র সবচেয়ে ভালো। [সহীহ বুখারী হা/৬০৩৫]

—————————
▪️তোমাদের মাঝে উত্তম, যে মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। [সহীহুল জামে হা/৩৩১৮]

—————————

▪️তোমাদের মাঝে উত্তম, যার বয়স বেশী হয়েছে এবং আমল সুন্দর হয়েছে। [সহীহুল জামে হা/৩২৯৭]

—————————
▪️তোমাদের মাঝে উত্তম, যে মানুষের বেশী উপকার করে। [সহীহুল জামে হা/৩২৮৯]

—————————
▪️তোমাদের মাঝে উত্তম, যার নিকট থেকে কল্যাণ আশা করা যায়, এবং তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়। [সহীহুল জামে হা/২২৬৩]
:
:
লিখেছেন: শাইখ আব্দুল্লাহ আল কাফি (হাফি:)


Collected From:  This FB Page (like to get more)


E’laned by: Readme2Know (visit For More)