Be a Trainer! Share your knowledge.
Home » Hadith & Quran » শরীর ব্যাথায় যে দোয়া পড়তেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)

শরীর ব্যাথায় যে দোয়া পড়তেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামুআলাইকুম।

মাটি ও মানুষের থুথুর মাঝে আরোগ্য রয়েছে। হজরত মোল্লা আলি কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আমি চিকিৎসা শাস্ত্রের কিছু আলোচনায় দেখেছি পরিশুদ্ধ ও মেজাজ পরিবর্তন করার ক্ষেত্রে থুথুর বিশেষ প্রভাব রয়েছে। আর মূল স্বভাব সংরক্ষণ করার ক্ষেত্রে মাটির বিশেষ উপকারিতা রয়েছে। এমনিভাবে অসুস্থতার পাশ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। (মিরকাত) এ প্রসঙ্গে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস তুলে ধরা হলো-
হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, কোনো ব্যথিত তার শরীরের কোনো অঙ্গে ব্যথা অনুভব করতো অথবা শরীরের কোনো স্থানে ফোড়া দেখা দিতো বা জখম হতো তখন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ঐ স্থানে) আঙ্গুল বুলাতে বুলাতে বলতেন-
উচ্চারণ : বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বি-রিকাতি বা’দিনা লিইউশফা সাক্বিমুনা বিইনি রাব্বিনা।
অর্থ : আল্লাহর নামে আমাদের জমিনের মাটি এবং আমাদের কারো থুথু মিশিয়ে; যাতে আমাদের রবের আদেশে আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়।’ (বুখারি ও মুসলিম)
উল্লেখিত হাদিস থেকে বুঝা যায় যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটির সঙ্গে নিজের থুথু মিশাতেন। তিনি হাতের তর্জনীতে থুথু নিয়ে তা মাটির সঙ্গে মিশাতেন। অতঃপর ব্যথার জায়গায় মাটি মাখা আঙ্গুল বুলাতেন এবং এ শব্দগুলো উচ্চারণ করতেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির এ হাদিসের ওপর আমল করে ঘোষিত উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।

ভাই চাইলে আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আসতে পারেন।
ফেসবুক পেজ

আল্লাহ হাফেজ।

7 years ago (Aug 09, 2017)

About Author (116)

Khairul Islam✅
author

দয়া করে সকল মুসলমান ভাইয়েরা ৫ওয়াক্ত নামাজ আদায় করুন।। ইনশাআল্লাহ আপনাদের ভালকিছু দেওয়ার চেষ্টা করব।। ☞ফেসবুকে আমি ✓ আমাদের ফেসবুক গ্রুপ:-Help Team BD ✓ আমাদের ফেসবুক পেজঃ• Join Facebook

Trickbd Official Telegram

One response to “শরীর ব্যাথায় যে দোয়া পড়তেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)”

  1. hasan24 Author says:

    ধন্যবাদ

Leave a Reply

Switch To Desktop Version