যে ব্যক্তি জুমআর নামাজের পর একশত বার নিম্নোক্ত দু’আ পাঠ করবে, আল্লাহ্ তা’আলা তার একলক্ষ গুনাহ্ মাফ করে দিবেন এবং তার পিতামাতার চব্বিশ হাজার গুনাহ্ মাফ করে দিবেন। (ইবনুস সুন্নী)
দু’আ:
سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهٖ
উচ্চারণ: সুবহানাল্লা-হিল আজীমি ওয়া বিহামদিহী।
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ্ মাফের দু’আ:
যে ব্যক্তি দিনে একশত বার করে নিম্নোক্ত দু’আ পাঠ করবে, তার গুনাহ্ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবুও আল্লাহ্ তা’আলা মাফ করে দিবেন। (মিশকাত)
দু’আ:
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ
উচ্চারণ: সুবহানাল্লা-হি ওয়া বিহামদিহী।
আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক। আমিন।
সৌজন্যে: Tech Adda