আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন আমি আপনাদের
আল্লাহর ৯৯টি নাম অর্থসহ তুলে ধরার চেষ্টা করব।
১. ﺍﻟﻠﻪ (আল্লাহ)। অর্থ : আল্লাহ, প্রভু।
২. ﺍﻟﺮَّﺣْﻤَﻦُ (আর-রহমান)। অর্থ : সবচাইতে দয়ালু,
কল্যাণময়, করুণাময়।
৩. ﺍﻟﺮَّﺣِﻴﻢُ (আর-রহিম)। অর্থ : সবচাইতে ক্ষমাশীল।
৪. ﺍﻟْﻤَﻠِﻚُ (আল-মালিক)। অর্থ : অধিপতি।
৫. ﺍﻟْﻘُﺪُّﻭﺱُ (আল-ক্বুদ্দুস)। অর্থ : পূতপবিত্র, নিখুঁত।
৬. ﺍﻟﺴَّﻠَﺎﻡُ (আস-সালাম)। অর্থ : শান্তি এবং নিরাপত্তার
উৎস, ত্রাণকর্তা।
৭. ﺍﻟْﻤُﺆْﻣِﻦُ (আল-মুমিন)। অর্থ : জামিনদার, সত্য
ঘোষণাকারী।
৮. ﺍﻟْﻤُﻬَﻴْﻤِﻦُ (আল-মুহাইমিন)। অর্থ : অভিভাবক,
প্রতিপালক।
৯. ﺍﻟْﻌَﺰِﻳﺰُ (আল-আযিয)। অর্থ : সর্বশক্তিমান,
সবচেয়ে সম্মানিত।
১০. ﺍﻟْﺠَﺒَّﺎﺭُ (আল-জাব্বার)। অর্থ : দুর্নিবার, সমু”চ,
মহিমান্বিত।
১১. ﺍﻟْﺨَﺎﻟِﻖُ (আল-খলিক)। অর্থ : সৃষ্টিকর্তা।
১২. ﺍﻟْﺒَﺎﺭِﺉُ (আল-বারি)। অর্থ : বিবর্ধনকারী,
নির্মাণকর্তা, পরিকল্পনাকারী।
১৩. ﺍﻟْﻤُﺼَﻮِّﺭُ (আল-মুসাউয়ির)। অর্থ : আকৃতিদানকারী।
১৪. ﺍﻟْﻐَﻔَّﺎﺭُ (আল-গাফফার)। অর্থ: পুনঃমার্জনাকারী।
১৫. ﺍﻟْﻘَﻬَّﺎﺭُ (আল-কাহ্হার)। অর্থ : দমনকারী।
১৬. ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ (আল-ওয়াহ্হাব)। অর্থ : ¯’াপনকারী।
১৭. ﺍﻟﺮَّﺯَّﺍﻕُ (আর-রজ্জাক।। অর্থ : রিজিকদাতা।
১৮. ﺍﻟْﻔَﺘَّﺎﺡُ (আল-ফাত্তাহ)। অর্থ : প্রারম্ভকারী,
বিজয়দানকারী।
১৯. ﺍﻟْﻌَﻠِﻴﻢُ (আল-আলীম)। অর্থ : সর্বজ্ঞানী,
সর্বদর্শী।
২০. ﺍﻟْﻘَﺎﺑِﺾُ (আল-কাবিদ)। অর্থ : নিয়ন্ত্রণকারী,
সরলপথ প্রদর্শনকারী।
২১. ﺍﻟْﺒَﺎﺳِﻂُ (আল-বাসিত)। অর্থ : প্রসারণকারী।
অপমানকারী।
২৩. ﺍﻟﺮَّﺍﻓِﻊُ (আর-রাফি)। অর্থ : উন্নীতকারী।
২৪. ﺍﻟْﻤُﻌِﺰُّ (আল-মুয়িজ্জিব)। অর্থ : সম্মানপ্রদানকারী।
২৫. ﺍﻟْﻤُﺬِﻝُّ (আল-মুঝিল্ল)। অর্থ : সম্মানহরণকারী।
২৬. ﺍﻟﺴَّﻤِﻴﻊُ (আস-সামীয়ু)। অর্থ : সর্বশ্রোতা।
২৭. ﺍﻟْﺒَﺼِﻴﺮُ (আল-বাসির)। অর্থ : সর্বদ্রষ্টা।
২৮. ﺍﻟْﺤَﻜَﻢُ (আল-হাকাম)। অর্থ : বিচারপতি।
২৯. ﺍﻟْﻌَﺪْﻝُ (আল-আদল)। অর্থ : নিখুঁত।
৩০. ﺍﻟﻠَّﻄِﻴﻒُ (আল-লাতিফ)। অর্থ : অমায়িক।
৩১. ﺍﻟْﺨَﺒِﻴﺮُ (আল-খবির)। অর্থ : সম্যক অবগত।
৩২. ﺍﻟْﺤَﻠِﻴﻢُ (আল-হালিম)। অর্থ : ধৈর্যবান, প্রশ্রয়দাতা।
৩৩. ﺍﻟْﻌَﻈِﻴﻢُ (আল-আযিম)। অর্থ : সুমহান।
৩৪. ﺍﻟْﻐَﻔُﻮﺭُ (আল-গফুর)। অর্থ : মার্জনাকারী।
৩৫. ﺍﻟﺸَّﻜُﻮﺭُ (আশ-শাকুর)। অর্থ : সুবিবেচক।
৩৬. ﺍﻟْﻌَﻠِﻲُّ (আল-আলিই)। অর্থ : মহীয়ান।
৩৭. ﺍﻟْﻜَﺒِﻴﺮُ (আল-কাবীর)। অর্থ : সুমহান।
৩৮. ﺍﻟْﺤَﻔِﻴﻆُ (আল-হাফিজ)। অর্থ : সংরক্ষণকারী।
৩৯. ﺍﻟْﻤُﻘِﻴﺖُ (আল-মুকিত)। অর্থ : লালনপালনকারী।
৪০. ﺍﻟْﺤَﺴِﻴﺐُ (আল-হাসিব)। অর্থ : মীমাংসাকারী।
৪১. ﺍﻟْﺠَﻠِﻴﻞُ (আল-জালিল)। অর্থ : গৌরবান্বিত।
৪২. ﺍﻟْﻜَﺮِﻳﻢُ (আল-কারিম)। অর্থ : উদার, অকৃপণ।
৪৩. ﺍﻟﺮَّﻗِﻴﺐُ (আর-রকিব)। অর্থ : সদা জাগ্রত, অতন্দ্র
পর্যবেক্ষণকারী।
৪৪. ﺍﻟْﻤُﺠِﻴﺐُ (আল-মুজীব)। অর্থ : সাড়া দানকারী,
উত্তরদাতা।
৪৫. ﺍﻟْﻮَﺍﺳِﻊُ (আল-ওয়াসি)। অর্থ : অসীম, সর্বত্র
বিরাজমান।
৪৬. ﺍﻟْﺤَﻜِﻴﻢُ (আল-হাকিম)। অর্থ : সুবিজ্ঞ, সুদক্ষ।
৪৭. ﺍﻟْﻮَﺩُﻭﺩُ (আল-ওয়াদুদ)। অর্থ : স্নেহশীল।
৪৮. ﺍﻟْﻤَﺠِﻴﺪُ (আল-মাজিদ)। অর্থ : মহিমান্বিত।
৪৯. ﺍﻟْﺒَﺎﻋِﺚُ (আল-বাঈস)। অর্থ : পুনরুত্থানকারী।
৫০. ﺍﻟﺸَّﻬِﻴﺪُ (আশ-শাহীদ)। অর্থ : সাক্ষ্যদানকারী।
৫১. ﺍﻟْﺤَﻖُّ (আল-হক)। অর্থ : প্রকৃত সত্য।
৫২. ﺍﻟْﻮَﻛِﻴﻞُ (আল-ওয়াকিল)। অর্থ : সহায় প্রদানকারী, উকিল।
৫৩. ﺍﻟْﻘَﻮِﻱُّ (আল-কুওয়াত)। অর্থ : ক্ষমতাশালী।
৫৪. ﺍﻟْﻤَﺘِﻴﻦُ (আল মাতীন) অর্থ: সুদৃঢ়।
শুভাকাক্সক্ষী।
৫৬. ﺍﻟْﺤَﻤِﻴﺪُ (আল-হামিদ)। অর্থ : সকল প্রশংসার
দাবীদার, প্রশংসনীয়।
৫৭. ﺍﻟْﻤُﺤْﺼِﻲ (আল-মুহসি)। অর্থ : বর্ণনাকারী,
গণনাকারী।
৫৮. ﺍﻟْﻤُﺒْﺪِﺉُ (আল-মুব্দি)। অর্থ : অগ্রণী, প্রথম
প্রবর্তক, সৃজনকর্তা।
৫৯. ﺍﻟْﻤُﻌِﻴﺪُ (আল-মুঈদ)। অর্থ : পুন:প্রতিষ্ঠাকারী,
পুনরূদ্ধারকারি।
৬০. ﺍﻟْﻤُﺤْﻴِﻲ (আল-মুহিই)। অর্থ : জীবনদানকারী।
৬১. ﺍﻟْﻤُﻤِﻴﺖُ (আল-মুমীত)। অর্থ : ধ্বংসকারী, মৃত্যু
আনয়নকারী।
৬২. ﺍﻟْﺤَﻲُّ (আল-হাইই)। অর্থ : চিরঞ্জীব,যার
কোনো শেষ নাই।
৬৩. ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ (আল-কাইয়ুম)। অর্থ : অভিভাবক,
জীবিকানির্বাহ প্রদানকারী।
৬৪. ﺍﻟْﻮَﺍﺟِﺪُ (আল-ওয়াজিদ)। অর্থ : পর্যবেক্ষক।
৬৫. ﺍﻟْﻤَﺎﺟِﺪُ (আল-মাজিদ)। অর্থ : সুপ্রসিদ্ধ।
৬৬. ﺍﻟْﻮَﺍﺣِﺪُ (আল-ওয়াহিদ) ।অর্থ : এক, অনন্য,
অদ্বিতীয়।
৬৭. ﺍﻟﺼَّﻤَﺪُ (আস-সমাদ)। অর্থ : চিরন্তন, অবিনশ্বর,
নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ।
৬৮. ﺍﻟْﻘَﺎﺩِﺭُ (আল-কাদির)। অর্থ : সর্বশক্তিমান।
৬৯. ﺍﻟْﻤُﻘْﺘَﺪِﺭُ (আল-মুকতাদির)। অর্থ : প্রভাবশালী,
সিদ্ধান্তগ্রহণকারী।
৭০. ﺍﻟْﻤُﻘَﺪِّﻡُ (আল-মুকাদ্দিম)। অর্থ : অগ্রগতিতে
সহায়তা প্রদানকারী।
৭১. ﺍﻟْﻤُﺆَﺧِّﺮُ (আল-মুআক্ষির)। অর্থ : বিলম্বকারী।
৭২. ﺍﻟْﺄَﻭَّﻝُ (আল-আউয়াল)। অর্থ : সর্বপ্রথম, যার
কোনো শুরু নাই।
৭৩ ﺍﻟْﺂﺧِﺮُ (আল-আখির)। অর্থ : সর্বশেষ, যার
কোনো শেষ নাই।
৭৪. ﺍﻟﻈَّﺎﻫِﺮُ (আজ-জাহির)। অর্থ : সুস্পষ্ট,
সুপ্রতীয়মান।
৭৫. ﺍﻟْﺒَﺎﻃِﻦُ (আল-বাতিন)। অর্থ : লুকায়িত, অস্পষ্ট,
৭৬. ﺍﻟْﻮَﺍﻟِﻲَ (আল-ওয়ালি)। অর্থ : সুরক্ষাকারী বন্ধু,
অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু।
৭৭. ﺍﻟْﻤُﺘَﻌَﺎﻟِﻲ (আল-মুতাআলী)। অর্থ : সর্বো”চ
মহিমান্বিত, সুউ”চ।
৭৮. ﺍﻟْﺒَﺮُّ (আল-র্বার)। অর্থ : কল্যাণকারী।
৭৯. ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ (আল-তাওয়াব)। অর্থ : বিনম্র, সর্বদা
আবর্তিতমান।
৮০. ﺍﻟْﻤُﻨْﺘَﻘِﻢُ (আল-মুন্তাকিম)। অর্থ : প্রতিফল
প্রদানকারী।
৮১. ﺍﻟْﻌَﻔُﻮُّ (আল-আফুউ)। অর্থ : শাস্তি মউকুফকারী,
গুনাহ ক্ষমাকারী।
৮২. ﺍﻟﺮَّﺀُﻭﻑُ (আর-রওফ)। অর্থ : সদয়, সমবেদনা
প্রকাশকারী।
৮৩. ﻣَﺎﻟِﻚُ ﺍﻟْﻤُﻠْﻚِ (মালিকুল মুলক)। অর্থ : সার্বভৌম
ক্ষমতার অধিকারী।
৮৪. ﺫُﻭ ﺍﻟْﺠَﻠَﺎﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ (জুল-জালালি ওয়াল ইকরাম)।
অর্থ : মর্যাদা ও ঔদার্যের প্রভু।
৮৫. ﺍﻟْﻤُﻘْﺴِﻂُ (আল-মুকসিত)। ন্যায়পরায়ণ,
প্রতিদানকারী।
৮৬. ﺍﻟْﺠَﺎﻣِﻊُ (আল-জামি)। অর্থ : একত্র আনয়নকারী,
ঐক্য সাধনকারী।
৮৭. ﺍﻟْﻐَﻨِﻲُّ (আল-গানিই)। অর্থ : ঐশ্বর্যবান, স্বতন্ত্র।
৮৮. ﺍﻟْﻤُﻐْﻨِﻲ (আল-মুগনি)। অর্থ : সমৃদ্ধকারী,
উদ্ধারকারী।
৮৯. ﺍﻟْﻤَﺎﻧِﻊُ (আল-মানি)। অর্থ : প্রতিরোধকারী,
রক্ষাকর্তা।
৯০. ﺍﻟﻀَّﺎﺭُّ (আদ-র্দারু)। অর্থ : যন্ত্রণাদানকারী,
উৎপীড়নকারী।
হিতকারী।
৯২. ﺍﻟﻨُّﻮﺭُ (আন-নূর)। অর্থ : আলোক।
৯৩. ﺍﻟْﻬَﺎﺩِﻱ (আল-হাদী)। অর্থ : পথপ্রদর্শক।
৯৪. ﺍﻟْﺒَﺪِﻳﻊُ (আল-বাদী)। অর্থ : অতুলনীয়,
অনিধগম্য।
৯৫. ﺍﻟْﺒَﺎﻗِﻲ (আল-বাকী)। অর্থ : অপরিবর্তনীয়,
অনন্ত, অসীম, অক্ষয়।
৯৬. ﺍﻟْﻮَﺍﺭِﺙُ (আল-ওয়ারিস)। অর্থ : সবকিছুর
উত্তরাধিকারী।
৯৭. ﺍﻟﺮَّﺷِﻴﺪُ (আর-রশিদ)। অর্থ : সঠিক পথের
নির্দেশক।
৯৮. ﺍﻟﺼَّﺒُﻮﺭُ (আস-সবুর)। অর্থ : ধৈর্যশীল।
৯৯. ﺍﻟْﻤُﺘَﻜَﺒِّﺮُ (আল-মুতাকাব্বির)। অর্থ : সর্বশ্রেষ্ঠ,
গৌরবান্বিত।
এই পোষ্টটি সংরক্ষিত।
ধন্যবাদ সকলকে।