” বিসমিল্লাহির রহমানার রহিম ”
“আসসালামু আলাইকুম”
আমি আজ ও বলছি কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং সকলের সামনে কোন কিছু বলার আগে সালাম দিতে হয় এবং তার পর বলতে হয়।
** আজকের আমার পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ,,,,,,,
** আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লা ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে।
** মুসলমান ভাইয়েরা দয়া করে পোষ্ট টি পড়ুন।
আজকের বিষয় ,,
#আজকে আমি আপনাদের সামনে হাদিস ও কুরআনের আলো পর্ব – (৩) নিয়ে হাজির হয়েছি। গত পর্ব – (১) এবং (২) এ আমরা পাঁচটি পাঁচটি করে মোট দশটি হাদিস শিখেছি। তা অনুযায়ী আপনারা আমল করবেন কিন্তু ? অবশ্যই করবেন
এতে করে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যাবে।
** আজকে আমরা নতুন পাঁচটি হাদিস পড়ে শিখবো এবং তদানুযায়ী আমল করার অবশ্যই চেষ্টা করবো।
** বন্ধুরা শুধু শুধু হাদিস পড়ে লাভ হবে না যদি তা আমল করা না হয়। তাই আপনারা প্লিজ বাস্তব জীবনে ভালো কিছু যা শিখবেন তা আমল করবেন।
** আজকে এই পর্যন্ত আগামীতে পর্ব (৪) এ আমরা আরো নতুন কিছু হাদিস শিখবো।
** মুসলমান ভাইয়েরা সবাই তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো কি? আমি চেষ্টা করি। না করলে আজ থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার শুরু করে দিন। দুনিয়া ও আখিরাতে পরিপূর্ন শান্তি লাভের জন্য সৎকর্ম এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যা ফরজ ইবাদত অর্থাৎ অবশ্যই পালন করতে হবে।
* ১ টি সিজদাহ্ দেওয়ার জন্য পরকাল থেকে মানুষ দুনিয়াতে আসতে চাইবে। *তাহলে ভেবে দেখেন আপনারা। *সবাই প্লিজ নিজের ভালোর জন্য আজ থেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিন।
**আল্লাহ হাফেজ**