Site icon Trickbd.com

জান্নাতের সকল বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন দেখে নিই।

Unnamed


আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের জন্য ইসলামিক একটা হাদিস নিয়ে হাজির হয়েছি। হাদিসটি হলোঃ “জান্নাতের সকল বিষয় ” সম্পর্কে।
তো চলুন শুরু করা যাক।

নিচে এক এক করে বর্ণনা করা হলো।
জান্নাতিদের দৈহিক গঠন রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
« ﻳَﺪْﺧُﻞُ ﺃَﻫْﻞُ ﺍﻟﺠَﻨَّﺔِ ﺍﻟﺠَﻨَّﺔَ ﺟُﺮْﺩًﺍ ﻣُﺮْﺩًﺍ ﻣُﻜَﺤَّﻠِﻴﻦَ ﺃَﺑْﻨَﺎﺀَ ﺛَﻠَﺎﺛِﻴﻦَ ﺃَﻭْ ﺛَﻠَﺎﺙٍ
ﻭَﺛَﻠَﺎﺛِﻴﻦَ ﺳَﻨَﺔً »
‘‘জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে, তারা
থাকবে লোম ও দাড়ি গোঁফ বিহীন,
খৎনাবিহীন, সুরমা লাগানো, ত্রিশ অথবা
তেত্রিশ বছরের বয়সের।’’
(তিরমিযী, ২৫৪৫)
★ অন্য হাদীসে বলা হয়েছে:
« ﺃﻫﻞ ﺍﻟﺠﻨﺔ ﺟﺮﺩ ﻣﺮﺩ ﻛﺤﻞ ﻻﻳﻔﻨﻰ ﺷﺒﺎﺑﻬﻢ ﻭﻻ ﻳﺒﻠﻰ ﺛﻴﺎﺑﻬﻢ »
‘‘জান্নাতিগণ লোম ও দাড়ি গোঁফ বিহীন হবে,
তাদের চোখ থাকবে সুরমায়িত। তাদের যৌবন
কোনদিনই বিলুপ্ত হবে না এবং তাদের কাপড়
চোপড়ও পুরানো হবে না।’’
(তিরমিযী, ২৫৩৯)
হাসান বসরী রহ. বলেন,
ﺃَﺗَﺖْ ﻋَﺠُﻮﺯٌ ﺇِﻟَﻰ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ َ ﻓَﻘَﺎﻟَﺖْ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ
ﺍﺩْﻉُ ﺍﻟﻠَّﻪَ ﺃَﻥْ ﻳُﺪْﺧِﻠَﻨِﻲ ﺍﻟْﺠَﻨَّﺔَ . ﻓَﻘَﺎﻝَ : ‏( ﻳَﺎ ﺃُﻡَّ ﻓُﻠَﺎﻥٍ ﺇِﻥَّ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻟَﺎ ﺗَﺪْﺧُﻠُﻬَﺎ
ﻋَﺠُﻮﺯٌ ‏) . ﻗَﺎﻝَ : ﻓَﻮَﻟَّﺖْ ﺗَﺒْﻜِﻲ . ﻓَﻘَﺎﻝَ : ‏(ﺃَﺧْﺒِﺮُﻭﻫَﺎ ﺃَﻧَّﻬَﺎ ﻟَﺎ ﺗَﺪْﺧُﻠُﻬَﺎ ﻭَﻫِﻲَ
ﻋَﺠُﻮﺯٌ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﻌَﺎﻟَﻰ ﻳَﻘُﻮﻝُ : ﺇِﻧَّﺎ ﺃَﻧْﺸَﺄْﻧَﺎﻫُﻦَّ ﺇِﻧْﺸَﺎﺀً . ﻓَﺠَﻌَﻠْﻨَﺎﻫُﻦَّ ﺃﺑﻜﺎﺭﺍ .
ﻋﺮﺑﺎ ﺃﺗﺮﺍﺑﺎ )
একবার রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লামের নিকট এক বৃদ্ধা আবেদন করলেন:

‘‘হে আল্লাহর রাসূল! আপনি দু’আ করে দিন
আমি যেনো জান্নাতে যেতে পারি।’’ রাসূলে

আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন: কোন বৃদ্ধা জান্নাতে যাবে না। একথা
শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন। তখন তিনি তাকে
ডেকে বললেন: বুড়ি শোনো, তুমি যখন
জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না।
ষোড়ষী যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে।
একথা শুনে বৃদ্ধা খুশী হয়ে চলে গেলো।
[শামায়েলে তিরমিযী, বর্ণনা নং ২০৫, শাইখ
আল-আলবানী বর্ণনাটিকে হাসান বলেছেন]
লেখক : ড. মোঃ আব্দুল কাদের সম্পাদনা : ড.
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া সৌজন্যে :
ইসলামহাউজ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জান্নাতীদের পোশাকের বর্ণনা
_________________________________
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺑَﺸَّﺎﺭٍ، ﻭَﺃَﺑُﻮ ﻫِﺸَﺎﻡٍ ﺍﻟﺮِّﻓَﺎﻋِﻲُّ ﻗَﺎﻻَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﻌَﺎﺫُ ﺑْﻦُ
ﻫِﺸَﺎﻡٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻋَﻦْ ﻋَﺎﻣِﺮٍ ﺍﻷَﺣْﻮَﻝِ، ﻋَﻦْ ﺷَﻬْﺮِ ﺑْﻦِ ﺣَﻮْﺷَﺐٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ
ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ” ﺃَﻫْﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔِ
ﺟُﺮْﺩٌ ﻣُﺮْﺩٌ ﻛُﺤْﻞٌ ﻻَ ﻳَﻔْﻨَﻰ ﺷَﺒَﺎﺑُﻬُﻢْ ﻭَﻻَ ﺗَﺒْﻠَﻰ ﺛِﻴَﺎﺑُﻬُﻢْ ” . ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﻋِﻴﺴَﻰ
ﻫَﺬَﺍ ﺣَﺪِﻳﺚٌ ﺣَﺴَﻦٌ ﻏَﺮِﻳﺐٌ .
২৫৩৯। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেনঃ
জান্নাতীদের শরীরে কোন লোম থাকবে না,
দাঁড়ি-গোফ থাকবে না এবং চোখে সুরমা
লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ
হবে না, জামাও পুরাতন হবে না।
হাসানঃ মিশকাত তাহকীক সানী (৫৬৩৮, ৫৬৩৯),
তা’লীকুর রাগীব (৪/২৪৫)
আবূ ঈসা বলেনঃ এই হাদীসটি গারীব।
সূনান আত তিরমিজী [তাহকীককৃত]
হাদিস নম্বরঃ ২৫৩৯
###
###
জান্নাতীদের বয়সের বর্ণনা
____________________________
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻓِﺮَﺍﺱٍ ﺍﻟْﺒَﺼْﺮِﻱُّ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺩَﺍﻭُﺩَ، ﺣَﺪَّﺛَﻨَﺎ
ﻋِﻤْﺮَﺍﻥُ ﺃَﺑُﻮ ﺍﻟْﻌَﻮَّﺍﻡِ، ﻋَﻦْ ﻗَﺘَﺎﺩَﺓَ، ﻋَﻦْ ﺷَﻬْﺮِ ﺑْﻦِ ﺣَﻮْﺷَﺐٍ، ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ
ﺑْﻦِ ﻏَﻨْﻢٍ، ﻋَﻦْ ﻣُﻌَﺎﺫِ ﺑْﻦِ ﺟَﺒَﻞٍ، ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ ”
ﻳَﺪْﺧُﻞُ ﺃَﻫْﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺟُﺮْﺩًﺍ ﻣُﺮْﺩًﺍ ﻣُﻜَﺤَّﻠِﻴﻦَ ﺃَﺑْﻨَﺎﺀَ ﺛَﻼَﺛِﻴﻦَ ﺃَﻭْ ﺛَﻼَﺙٍ
ﻭَﺛَﻼَﺛِﻴﻦَ ﺳَﻨَﺔً ” . ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﻋِﻴﺴَﻰ ﻫَﺬَﺍ ﺣَﺪِﻳﺚٌ ﺣَﺴَﻦٌ ﻏَﺮِﻳﺐٌ ﻭَﺑَﻌْﺾُ
ﺃَﺻْﺤَﺎﺏِ ﻗَﺘَﺎﺩَﺓَ ﺭَﻭَﻭْﺍ ﻫَﺬَﺍ ﻋَﻦْ ﻗَﺘَﺎﺩَﺓَ ﻣُﺮْﺳَﻼً ﻭَﻟَﻢْ ﻳُﺴْﻨِﺪُﻭﻩُ .
২৫৪৫। মু’আয ইবনু জাবাল (রাযিঃ) হতে বর্ণিত
আছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেনঃ
জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের
শরীরে লোম থাকবে না, দাঁড়ি-গোফও থাকবে
না এবং চোখে সুরমা লাগানো থাকবে। তারা
হবে ত্রিশ অথবা তেত্রিশ বছরের যুবক।
হাসানঃ দেখুন হাদীস নং (২৫৩৯)।
আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান গারীব।
উক্ত হাদীসটি কাতাদার কোন কোন শিষ্য
তার সূত্রে মুরসালভাবে বর্ণনা করেছেন,
মুসনাদরূপে বর্ণনা করেননি।
সূনান আত তিরমিজী [তাহকীককৃত]
হাদিস নম্বরঃ ২৫৪৫]
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ

★Email: akashahmed5556@gmail.com
.
★Facebook
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে
Exit mobile version