Site icon Trickbd.com

আজকের পৃথিবীতে ‘সবচেয়ে প্রফিটেবল প্রোডাক্ট ক্যাটাগরি’ হল কসমেটিকস

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

আজকের পৃথিবীতে ‘সবচেয়ে প্রফিটেবল প্রোডাক্ট ক্যাটাগরি’ হল কসমেটিকস। ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে কসমেটিকস ইন্ডাস্ট্রির পরিধি ২০.১ বিলিয়ন ডলার বাড়ার এস্টিমেট করা হয়েছিল। [১]
.
লিডিং বিউটি কোম্পানির প্রফিটও বছরে বিলিয়ন বিলিয়ন ডলার। ২০১৬ তে লরিয়েল এর রেভিনিউ ছিল ২৮.৬ বিলিয়ন ডলার, ইউনিলিভারের ছিল ২০.৫২ বিলিয়ন ডলার। [২]
.
শুধু তাই নয়, অনলাইনে বিউটি কন্টেন্টেরও হয় আলাদা হিসেব। ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে – beauty content share by type, by category, most viewd, most followed beauty brands ইত্যাদি। এছাড়া টুইটার, ইন্সট্রাগ্রাম ইত্যাদিও রয়েছে। প্লাটফর্মগুলো থেকে কীভাবে কন্টেন্ট ক্রিয়েটররা অর্থ পায় তা হয়তো অনেকের বুঝে আসে না। বিউটি ইন্ডাস্ট্রি থেকে ইউটিউবার, ভ্লগার বা ইন্সটাগ্রাম মডেলদের টাকা দিয়ে তাদের প্রডাক্টগুলোর মার্কেটিং করা হয়। সবগুলোর একটা কমবেশি ধারণা করতে গেলে অবাক হতে হয়। [৩]
.
এবার মুসলিমাহদের বেলায় আসা যাক।
.
এখন পৃথিবীতে মুসলিমের সংখ্যা প্রায় ১.৮ বিলিয়ন বা ১৮০ কোটি। আর এর অর্ধেকেরও বেশিই হল নারী। তবুও স্রেফ অর্ধেক নিলেও হয় ৯০ কোটি মুসলিমাহ নারী।

.
এখন দেখুন তো, ৯০ কোটি মুসলিমাহ নারীর এক বিশাল টার্গেট মার্কেট। এটা কি শয়তানের দোসররা এমনিই ফেলে রাখবে! এই মুসলিমাহদের যতবেশি সংখ্যক চামড়া দেখাতে উদ্বুদ্ধ হবে, ততই বিউটি ইন্ডাস্ট্রির ফায়দা।
.
যদিও এদেরও বেশিরভাগই জাহিল এবং নিজেদের ইতোমধ্যেই পণ্য বানিয়ে নিয়েছে, তবুও নতুন মাত্র ১% ও যদি কোম্পানির নানা বডি প্রডাক্ট ব্যবহার শুরু করে, তবুও সংখ্যা দাঁড়ায় ৯০ লক্ষ! ওদের প্রফিটের অঙ্কটা তাহলে কেমন, সেটা উপলব্ধি করে নিন। তাছাড়া এটা তো পর্ণ ইন্ডাস্ট্রিরই এক সম্পূরক ইন্ডাস্ট্রি।
.
তাহলে ওরা তো চাইবেই যেন আরও বেশি বেশি মুসলিমাহরা আল্লাহর ফারজিয়্যাত পর্দা ছেঁড়ে বাহিরে বের হয়ে আসুক আর তাদের সৌন্দর্য্য প্রদর্শন করার খেলায় মেতে উঠুক।
.
কিন্তু মুসলিমাহ হয়েও একজন বান্দি কি নফসের পূজা করে ওইসব বিউটি ইন্ডাস্ট্রির তুচ্ছ পণ্য হয়ে বাঁচবে, নাকি আল্লাহর কাছে পূর্ণরূপে আত্নসমর্পণ করে আল্লাহর জন্যই বাঁচবে – সেটা শেষপর্যন্ত সেই মুসলিমারই সিদ্ধান্ত, সেই মুসলিমার পরীক্ষা।
.
আর নিশ্চয়ই আল্লাহ তাআ’লা হিসেব গ্রহণে তড়িৎ।
.
❒ রেফারেন্সঃ
.
[১] https://bit.ly/2uy98R1
[২] https://bit.ly/2fY8tBJ
[৩] https://bit.ly/2RsYPt4
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ তানভীর আহমেদ (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আমাদের সরল সঠিক পথে অবিচল রাখুন।

ইসলামিক পোস্ট পেতে বিজিট করুন ইসলামিক সাইট www.OurislamBD.Com

সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই থাকবেন।