আসসালামু আলাইকুম ওয়া রহমাতুলিল্লাহি ওয়া বারাকাতুহু,
ট্রিকবিডিতে স্বাগতম,
আজ ভিন্ন বিষয় আলোচনা করব ইন শা আল্লাহ।
এটি জিন, যাদু কবিরাজ সিরিজ।
জিন বিষয়ে অনেকের আগ্রহ ছোটবেলার চলুন এই বিষয়ে জানার চেষ্টা করি,
জিন আল্লাহর সৃষ্টির মধ্যে একটি। এদের মধ্যে মানুষের মত ভাল মন্দ সবই আছে। খারাপ যে শয়তানগুলো আছে সেগুলো মানুষের শরীরে প্রবেশ করে আর সে আক্রান্ত ব্যাক্তি একেবারেই পাল্টে যায় তার আচরণ, চিন্তা ভাবনা, লাইফস্টাইল একেবারেই ভিন্ন হয়ে যায়।
এমনি যাদের সাথে খুবই ভাল ভাবে মিশত তাদের সাথে খারাপ আচরন করে।
কিছু লক্ষণ যা জিন/যাদু গ্রস্থ লোকের সাথে থাকতে পারে।
১.হঠাৎ পাল্টে যাওয়া (নিজে থেকে মেনে নিতে না পারা)
২.ঘুমের ভিতর অদ্ভুত কিছু দেখা: উপর থেকে পড়ে যাওয়া, আকাশে উড়া, কালো কিছু দেখা, কালো অদ্ভুত ছোট বড় প্রাণী দেখা।
৩.কেউ তাকে তাড়া করছে অথবা সে কাউকে তারা করছে দেখা।
৪. কবরস্থান স্বপ্ন দেখা।
৫. ওসিডিতে আক্রান্ত হওয়া হঠাৎ ( বিস্তারিত লিখব এটা নিয়ে ইন শা আল্লাহ)
৬. ইবাদতে শান্তি না পাওয়া, ইবাদত করতে না চাওয়া।
৭. বুক ভারি ভারি লাগা। সারাক্ষণ অশান্তি ফিল করা।
৮.বিভিন্ন রোগ লেগেই থাকা চিকিৎসক ধরতে পারে না।
৯. ভয়ের ভিতর থাকা।
১০. কারণ ছাড়া কান্না হাসি।
১১. অদ্ভুত আচরণ যা কখনো করত না।
১২. আয়নার সামনে দাত খিটমিট করা।
১৩. রাগ বেড়ে যাওয়া।
১৪.মানসিকভাবে প্রেসার।
১৫. রাতে ঘুম আসতে না চাওয়া।
১৬. দিনের বেলাই ঘুম আসা।
১৭. নিজেকে তুচ্ছ মনে করা।
১৮.ওয়াস ওয়াসা বেড়ে যাওয়া।
ইত্যাদি।
এর চিকিৎসা পদ্ধতি এবং নির্ণয় নিয়ে আগামি পোস্টে আলোচনা করব ইন শা আল্লাহ।
জিন যাদু কবিরাজ সিরজির-জিনের লক্ষণ Part 1