Site icon Trickbd.com

আখেরাতের প্রস্তুতি নিয়ে (আলকুরআনে মৃত্যু সম্পর্কিত আল্লাহর বাণী) সবাই জেনে নিন।

Unnamed


আসসালামু আলাইকুম সবাই
কেমন আছেন…..? আশা করি
সবাই ভালো আছেন । আমি
আল্লাহর রহমতে ভালোই
আছি ।আসলে কেউ ভালো
না থাকলে TrickBD তে
ভিজিট করেনা ।তাই
আপনাকে TrickBD তে আসার
জন্য ধন্যবাদ ।ভালো কিছু
জানতে সবাই TrickBD এর
সাথেই থাকুন ।

আখিরাতের প্রস্তুতি



আল কুরআনের কথা


[১.] আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, “আখেরাতে শেষ বিচারের দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে এবং তার মাতা-পিতা থেকে তার স্ত্রী ও তার সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকের অবস্থা এত গুরুতর হব যে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে।” (সুরা আবাসা: ৩৪,৩৫,৩৬)
[২.] আল্লাহ তায়ালা বলেন, “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেয়া হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।” (সুরা আলে ইমরান: ১৮৫)
[৩.] প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সুরা আম্বিয়া: ৩৫)
[৪.] “তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।” (সুরা আন নিসা: ৭৮)
[৫.] আল্লাহ তায়ালা সুন্দর মৃত্যুর জন্য বলেছেন, “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা মুসলমান -আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায়ই মৃত্যুবরণ করো না।” (সুরা আল ইমরান: ১০২)
[৬.] অন্যত্র বলেছেন, “তোমরা মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর।” (সুরা হিজর: ৯৯)

প্রিয় ভাই ও বোনেরা
লাইক কমেন্ট শেয়ার করে
ইসলামি দাওয়াতে আপনিও
অংশগ্রহণ করুন।প্রিয় বন্ধুরা
জানার স্বার্থে দাওয়াতি
কাজের স্বার্থে
আর্টিকেলটি অবশ্যই

শেয়ার করে ছড়িয়ে দিন।
হতে পারে আপনার একটি
শেয়ার বহু মানুষ উপকৃত হবে
ইনশাআল্লাহ।