Site icon Trickbd.com

আখেরাতের প্রস্তুতি (দুনিয়া সম্পর্কে হাদিসের বাণী) সবাই জেনে নিন।

Unnamed


আসসালামু আলাইকুম সবাই
কেমন আছেন…..? আশা করি
সবাই ভালো আছেন । আমি
আল্লাহর রহমতে ভালোই
আছি ।আসলে কেউ ভালো
না থাকলে TrickBD তে
ভিজিট করেনা ।তাই
আপনাকে TrickBD তে আসার
জন্য ধন্যবাদ ।ভালো কিছু
জানতে সবাই TrickBD এর
সাথেই থাকুন ।

আখেরাতের প্রস্তুতি নিয়ে



(দুনিয়া সম্পর্কে হাদিসের বাণী)


রসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-বলেছেন,
  • “আমার ও দুনিয়ার দৃষ্টান্ত হল একজন আরোহী যে গাছের ছায়ায় কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় অতঃপর গাছটিকে ছেড়ে চলে যায়।” (তিরমিযী, ইবনে মাজাহ, আহমাদ)
  • “আমি একদিন পরিতৃপ্ত ও আরেক দিন অভুক্ত থাকতে চাই।” (আহমাদ, তিরমিযী, আবু উমামা রাঃ)
  • তোমরা ঢেকুম কম কর।” (তিরমিযী)
  • “আমি কি তোমাকে সুস্বাস্থ্য দিই নি? আমি কি তোমাকে ঠান্ডা পানি দিয়ে পরিতৃপ্ত করি নি?” (তিরমিযী, আবু হুরায়রা রাঃ)
  • এক ব্যাক্তি এক দীনার রেখে মারা গেলে রাসুল সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বললেন, এটা একটা পোড়া দাগ। আর একজন দুই দীনার রেখে মারা গেলে বললেন, এটা দুটি পোড়া দাগ। (আহমাদ, বায়হাকী, আয়েশা রাঃ)
  • “দুনিয়ার সেই ব্যাক্তিই মাল সঞ্চয় করে যার আকল বা বুদ্ধি নেই।” (আহমাদ, বায়হাকী, আয়েশা রাঃ)
  • “তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না।” (আবু নোয়াইম শাদ্দাদ রাঃ)
  • আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর বান্দাহর তওবায় তোমাদের ঐ ব্যাক্তির চেয়েও বেশী আনন্দিত হন যার উট মরুভুমিতে হারিয়ে যাবার পর সে তা ফিরে পেল। (বুখারি, মুসলিম, আনাস বিন মালেক রাঃ)
  • ইবনে উমার রাঃ বলেন, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম আমার কাধ ধরে বললেন, “তুমি দুনিয়াতে এভাবে সময় কাটাও যেন তুমি একজন মুসাফির।”
    প্রিয় ভাই ও বোনেরা
    লাইক কমেন্ট শেয়ার করে
    ইসলামি দাওয়াতে আপনিও
    অংশগ্রহণ করুন।প্রিয় বন্ধুরা
    জানার স্বার্থে দাওয়াতি
    কাজের স্বার্থে আর্টিকেলটি অবশ্যই
    শেয়ার করে ছড়িয়ে দিন।
    হতে পারে আপনার একটি
    শেয়ার বহু মানুষ উপকৃত হবে
    ইনশাআল্লাহ।
  • Exit mobile version