Site icon Trickbd.com

আখেরাতের প্রস্তুতির আগে দ্বীনের পাচ স্তম্ভ মজবুত রাখা। সবাই জেনে নিন।

Unnamed


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন।

আখেরাতের প্রস্তুতি নিয়ে



দ্বীনের পাঁচ স্তম্ভ মজবুত রাখা


আখেরাতের প্রস্তুতির জন্য দ্বীনের পাঁচটি স্তম্ভই মজবুত করতে হবে।
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ।
উক্ত পাঁচটি স্তম্ভ ঠিক রেখে ইসলামের প্রাসাদ বিনির্মাণ করতে হবে।
খুঁটি দুর্বল হলে প্রাসাদও দুর্বল হয়ে যাবে।
তাই নামাজ, রোজা, হজ্জ, যাকাতসহ আমর বিল মারূফ নাহি আনিল মুনকার এর কাজে সক্রিয় হতে হবে।

মালের যাকাত হিসাব করে পরিশোধ করতে হবে।

অনুমানে যাকাত দিলে সে যাকাত আদায় হবে না।
হিসাব করে যাকাত বের করতে হবে।
আল্লাহর পথে মাল খরচ করে নিজের মালের পরিমাণ বাড়িয়ে নিতে হবে।
কারণ যে টাকা আল্লাহর পথে খরচ করা হয় সেটি নিজের মালে পরিণত হয়।
আর বাকী টাকা ওয়ারিশের জন্য থেকে যায়।
তাই নিজের মালের পরিমাণ বাড়িয়ে নিতে হবে।
যাতে আখেরাতে গিয়ে হা হুতাশ করতে না হয়।
আল্লাহর কাছে গিয়ে যাতে বলা না লাগে:
“হে আল্লাহ! আমাকে আর একবার দুনিয়ায় অবকাশ দিলে না কেন তাহলে বেশি করে তোমার পথে খরচ করে সৎ বান্দা হিসেবে ফিরে আসতে পারতাম।” (সুরা মুনাফিকুন: ১৩)

হজ্ব করার সামর্থ থাকলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিয়ত করে হজ্জ সম্পন্ন করতে হবে।
কারণ রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কাবা ঘর যাতায়াত করার সামর্থ হল কিন্তু হজ করল না এ অবস্থায় মারা গেলে সে হয় ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে।
তাই কালবিলম্ব না করে হজ করে আখেরাতের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
ইহুদি ও নাসারা হবার সতর্কবাণীর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাঃ তিরমিযী শরিফ থেকে।
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যাক্তি বায়তুল্লাহ পৌঁছার পথ খরচের মালিক হয়েছে অথচ হজ্জ করে নাই সে ইহুদি নাসারা হয়ে মরুক তাতে কিছু আসে যায় না।”
হজ্জের ব্যাপারে আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল করা হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।

হাদিসটি বুখারি ও মুসলিম থেকে হযরত আবু হুরায়রা রাঃ বর্ণনা করেছেন।

প্রিয় ভাই ও বোনেরা লাইক কমেন্ট শেয়ার করে ইসলামি দাওয়াতে আপনিও অংশগ্রহণ করুন। প্রিয় বন্ধুরা জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে আর্টিকেলটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ার বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।