Site icon Trickbd.com

[57-MB] ফ্রি তেই ডাউনলোড করে নিন ৪৯০০০+ হাদিস (২৫+ কিতাব) [Android Apps]








[57-MB] ফ্রি তেই ডাউনলোড করে নিন ৪৯০০০+ হাদিস (২৫+ কিতাব) [Android Apps]

আসসালামু আলাইকুম
একজন মুসলিম এর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ
প্রত্যেক ঈমান ছাড়া যেমন মুসলমান হওয়া যায় না
আর যে ঈমান আনবে তাকে আল্লাহর হুকুম মানতে হবে
আল্লাহ তায়ালার কখন কি আদেশ নিষেধ তা জেনে মহা নবী স
এর তরিকায় আমল করে হচ্ছে ইলম
কারো মুখের কথা বিশ্বাস না তা যাচাই করে নিতে হবে যে সেটা
আসলেই কোরআন হাদিস মোতাবেক সত্যি কি না
তাছাড়া একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় যে কেন হাদিস জানা জরুরি
ধরুন আমি নামাজ আদায় করি কিন্তু জানি না নামাযের ফরজ কি ? এবং নামাজ ভঙ্গের কারণ ও জানি না
আমি সূরা কেরাত অশুদ্ধ পরি যার করনে আমার নামাজ হয় না
তাহলে কি নামাজ পরে আমার কোনো লাভ হলো
এই জন্যই ইলম অর্জন করা

এখানে যেই apps এর কথা বলছি সেটের লিংক ও তথ্য নিচে উল্লেখ করে দিচ্ছি

Wiki থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য

হাদিস (আরবি: الحديث‎‎) বা আছার (আরবি: الأثر‎‎) হলো মূলত ইসলামের শেষ বাণীবাহকের বাণী
ও জীবনাচরণ। হাদিসের উপদেশ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ।
কুরআন ইসলামের মৌলিক গ্রন্থ এবং হাদিসকে অনেক সময় তার ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়।
সাহাবীগণ ইসলামের সর্বশেষ নবীর কথা ও কাজের বিবরণ অত্যন্ত আগ্রহ সহকারে স্মরণ রাখতেন।
আবার কেউ কেউ তার অনুমতি সাপেক্ষে কিছু কিছু হাদীস লিখে রাখতেন। এভাবে তার জীবদ্দশায়
স্মৃতিপটে মুখস্ত করে রাখার সাথে সাথে কিছু হাদীস লিখিত আকারে লিপিবদ্ধ ছিল। হযরত আলী,
হযরত আবদুল্লাহ ইবনে ওমর, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক প্রমুখ
সাহাবীগণ কিছু কিছু হাদীস লিপিবদ্ধ করে রাখতেন। হযরত আবূ হুরায়রা বলেন “আবদুল্লাহ ইবনে
আমর ব্যতীত আর কোন সাহাবী আমার অপেক্ষা অধিক হাদীস জানতেন না। কারণ,
তিনি হাদীস লিখে রাখতেন আর আমি লিখতাম না।”

Apps information

App name: আল হাদিস (Al Hadith)
Size: 57M & 4.8 rating

Download link Click here

হাদীস উদ্ধৃতকারী সাহাবীগণ
ক্রমিক নং সাহাবীর নাম ওফাত জীবন কাল বর্ণিত হাদিসের সংখ্যা
হযরত আবু হুরাইরাহ (রা.) (প্রকৃত নামঃ আবদুর রহমান) ৫৭ হিজরি ৭৮ বছর ৫৩৭৪ টি
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) ৫৮ হিজরি ৬৭ বছর ২২১০টি
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ৬৮ হিজরি ৭১ বছর ১৬৬০টি
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) ৭০ হিজরি ৮৪ বছর ১৬৩০টি
হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) ৭৪ হিজরি ৯৪ বছর ১৫৪০টি


আমার
ফেসবুক আইডি Click here Bro

ফেসবুক পেজ Click here Bro
Thanks for Reading <3