Site icon Trickbd.com

নামাজ শেখার জন্য একটি দরকারী এপসঃনূরানী নামাজ শিক্ষা ও আল-কুরআন

নামাজ শেখার জন্য একটি দরকারী এপসঃনূরানী নামাজ শিক্ষা ও আল-কুরআন


আসসালামু-অলাইকুম,কেমন আছেন সবাই?

আজ একটু ভিন্নধর্মী পোস্ট সেয়ার করতে আসছি।আমরা যারা মুসলিম আছি তাদের জন্য দরকারি একটা এপস এর রিভিউ থাকছে এই পোস্টে Apps টির নাম “নূরানী নামাজ শিক্ষা“।


এখানে শুধু নামাজ শিখা নয় অনেকগুলো বিষয় নিয়ে লিখা হয়েছে আমার পারসোনাল রেটিং জানতে চাইলে ৪.৫ দিব কারন এটি আমার অনেক উপকারে এসেছে আশা করি আপনার ও ভালো লাগবে।


নূরানী নামাজ শিক্ষা একটি প্রয়োজনীয় ইসলামিক তথ্য সম্বলিত ও পূণাঙ্গ নামাজ শিক্ষার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরবি, উচ্চারণ ও অর্থসহ পাঁচ কালেমা, পাক-পবিত্রতা, উচ্চারণ ও অর্থসহ নামাজের সকল দোয়া কালাম, চিত্রসহকারে পূণাঙ্গ নামাজ শিক্ষা, দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া-আমল-তদবীর সমূহ, উচ্চারণ-অর্থ-ফজিলত ও শানে নুযূলসহ সম্পূর্ণ আল কুরআন, কুরআনের ফজিলতপূর্ণ বিভিন্ন সূরা ও আয়াতের আমল, রোযা, ঈদ, হজ্জ ও উমরা, কোরবানি, আকীকা ও যাকাত, হাদিস, সহীহ কুরআন শিক্ষা, শিশুদের ইসলামিক নাম, অফলাইন ভিত্তিক নামাজের সময়সূচীসহ আরো অন্যান্য বিষয়ে শিখতে ও জানতে পারবেন।

একনজরে দেখে আশা যাক কি কি থাকছে এই এপ্সটিতেঃ


আরো থাকছেঃ


দিক নির্ণয়ের জন্য থাকছে কম্পাসঃ



ডাওনলোডঃ Google Play

Also Read:[YouTube Vanched – No Ads ] এখন থেকে ইউটিউবে ভিডিও দেখুন বিরক্তিকর Ads ছাড়া – premium version ।