আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

নামাজে দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়ুন

নবী করীম (সাঃ) পরিস্কার জানিয়ে দিয়েছেন আমাদেরকে যদি কোনো বান্দা দুই সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে তার বিশেষ কিছু উপকার বা ফায়দা হবে। প্রিয় পাঠক নবী করীম (সাঃ) এর এই কথাটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ২৬৯৭

তো ২ সিজদার মাঝে যে দোয়াটি পড়লে আপনার ৬টি বিশেষ লাভ হবে।আপনি ৬টি উপকারের অন্তর্ভুক্ত হতে পারবেন। সে ৬টি উপকার হচ্ছে।

১. আল্লাহ তায়ালা আপনার গুনাহ গুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ তায়ালা আপনাকে মাফ করে দেবেন, নিস্পাপ করে দেবেন, আল্লাহ তায়ালা আপনার প্রকাশ্যে -গোপনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

২. আল্লাহ তায়ালা আপনার প্রতি রহম করবেন। আপনার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তায়ালা আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ তায়ালা আপনাকে যেকোনো কাজে খুব সহজে সফলতা দান করবেন।

৩. আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের পথে রাখবেন। ইসলামের জন্য কবুল করবেন, কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করবেন।মাদ্রাসা মসজিদের পিছনে লেগে থাকার তৌফিক দান করবেন তথা ইসলামের খেদমত করার তৌফিক দান করবেন।

৪. আল্লাহ তায়ালা আপনাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তায়ালা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন।

৫. আল্লাহ তায়ালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা আপনাকে অল্প টাকার মধ্যেই আপনার সংসার কে পরিচালনা করার তৌফিক দান করবেন।

৬. আল্লাহ তায়ালা আপনার অভাব দূর করে দেবেন। এই ৬টি উপকার পাবেন যদি আপনি ২ সিজদার মধ্যে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন।

অর্থাৎঃ হে আল্লাহ! আমাকে আপনার রহমত ও মাগফেরাত দান করুন এবং আমাকে আপনার দ্বীনের জন্য এবং আপনার সুন্দর ইবাদতের করার জন্য আমাকে সাহায্য করুন ( মুসনাদে আহমাদ, আবু দাউদ, নাসাঈ, মিশকাত)

এই দোয়াটি আপনি ফরজ, নফল, সুন্নত, বিতরের নামাজের মধ্যে দুই সিজদার মাঝে পাঠ করতে পারবেন। আপনি প্রথমে সিজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করে আবার দ্বিতীয় সিজদার যাবেন।

এইভাবে নামাজের যে কোন একবার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে রহমত বরকত দান করবেন। এবং আপনার মনের আশা পূরণ করবে, আপনাকে পছন্দ করবে এবং দ্বীনের খেদমতের জন্য মনোনীত করবেন ইনশাআল্লাহ।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

11 thoughts on "নামাজে দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়ুন ৬টি বিশেষ উপকার পাবেন।"

  1. Md Rumon Mahmud Author says:
    ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট করার জন্য
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks
  2. Srm Contributor says:
    ধন্যবাদ ভাই।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ?
  3. Avatar photo MD Ashraful Islam Author says:
    মাশাল্লাহ, এটার এত ফযীলত আজকে জানলাম
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      Hmmm
  4. Avatar photo Nirbashito Pothochary Contributor says:
    ৩ বার রব্বি ইগফিরলী ও পড়া যায়..।।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ?
    2. Avatar photo Anik Contributor says:
      তিনবার নয় রসূল (সাঃ) দুইবার পড়েছেন এটা
  5. Avatar photo webhasan Contributor says:
    alhamdullah agy teke jane
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ?

Leave a Reply