আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
আমাদের প্রত্যেকেরই জান্নাতে একটি অংশ আছে। নিজের দোষে জান্নাত থেকে বঞ্চিত হচ্ছি।
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সবার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রেখেছে। কিছু দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাসে দেখেছিলাম কে যেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী জান্নাতে নাকি তার অংশ আছে বলেছে আলহামদুলিল্লাহ। আছে তো কথা তো সত্য ওই নিবোর্ধ না হলেও দলিল না জানলেও আমরা তো জানি।
হাদিসে তো আছে।শুধু শেখ হাসিনা কেন আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে জান্নাতে। যে দিন সে কুফরির কারণে পাপের কারণে জাহান্নামে যাবে ফেরেশতারা তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে বলবেন বান্দা ঐ যে জায়গাটা ছিল এই বিল্ডিং তোর জন্য আল্লাহ বানিয়ে রেখেছে তোর খারাপ কর্মের কারণে আজকে তুুই ওটা হারিয়েছিস।
কথা তো সত্য প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আল্লাহ তায়ালা রেখে দিয়েছে সেগুলো খালি পড়ে থাকে। আল্লাহ বলছে তুমি কর্ম করে ইমান ঠিক রেখে তুমার জান্নাত আস এটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে কিন্তু আমরা যদি নিজেকে ছেড়ে দেই এটা কার দোষ। আল্লাহ বলছে না প্রত্যেকটা ব্যক্তির অংশ জান্নাতে রাখা আছে মরার সময় তাকে দেখানো হবে ওটা তোর জায়গা ছিল তোর খারাপ কর্মের কারণে আজকে তোকে জাহান্নামে আসতে হয়েছে।
এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে দলিল ভিত্তিক কথা। আল্লাহ তায়ালা বলছেন মানুষের অন্তর কাফের হয়ে যায়।
আমাদেরকে কি করতে হবে।পরকাল মুখি হতে হলে আমাদেরকে সব সময় আপনি দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করবেন তুলনা করবেন। এটা করতেই হবে যে কোন ক্ষেত্রে যে কোন একটা ডিসিশন এর ক্ষেত্রে আপনি দুনিয়া এবং পরকালটাকে সামনে আনবেন আপনার জান্নাত এবং আপনার দুনিয়ার নেয়ামতটাকে সামনে আনবেন এবং তুলনা করবেন। এটা যদি তুলনা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে শিরক কুফরি থেকে।
আপনি একটা রোগে ভুগছেন অসুস্থ হয়ে গেছেন। আপনাকে এখন যার ফোক করালে তাবিজ দিলে বা কুফরিকালাম করলে আপনি ভালো হবেন এটা আপনাকে কেউ বলেছেন। আপনি হবেন, হয়ও অনেকে, আপনি হবেন তো। এখানে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে আপনি কি দুনিয়ার সুস্থতা চান না জান্নাত চান। আপনার এই কুফরি আপনার এই যাদু-টোনা আপনার তাবিজ কবজ হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো করে দিল দুনিয়ায় কিন্তু আপনি জান্নাত হারাবেন।
আপনি কোনটা বেছে নেন, আপনি কোনটা নেবেন। আপনি দুনিয়ার জীবন চান নাকি পরকাল। এভাবে যদি আপনি কম্পেয়ার করতে পারেন আপনার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। পরকাল ভালো করার জন্য দুনিয়াতে একটু কষ্ট সইতে হবে। ধৈর্য ধারণা করতে হবে। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।
আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি
Bro, Amar 3ta Post Pending a royece, approve hoccena, ki korte pari.
ধর্মীয় বিষয়ে কিছু লিখতে হলে ধর্মীয় জ্ঞান থাকতে হয়, প্রিয় ভাইজান ❤️
প্রচার হোক ইসলাম ❤️