আাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন।
আজকে আলোচনা করবো এমন একটি প্রয়োজনিয় সফটওয়্যার নিয়ে যেখানে আপনারা পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা সহ ,আল-কোরআান শিক্ষা,বিভিন্ন প্রকার দোয়া ও মাসায়েল এবং অনেক হাদিস সম্পর্কে জানতে পারবেন।
বর্তমান সিয়াম সাধনার মাস এবং আমদের সকলের প্রয়োজন হলো সহীহ শুদ্ধভাবে নামাজ শিক্ষা ,ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং রাসুল (সা:) এর হাদিস মেনে চলা ।
তাই আপনাদের সুবিধার জন্য আমি আজকে এই সফটওয়্যারটি নিয়ে হাজির হয়েছি এই সফটওয়্যারের ভিতরে আপনি একের ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন।
প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সহীহ নামাজ শিক্ষা অথবা নিচের লিংকে ক্লিক করুন
https://play.google.com/store/apps/details?id=com.itsolution.namazshikka
এই নামাজ শিক্ষা এপ্সে যে ক্যাটাগরি গুলো আছে তা হলো:
কালেমা,পবিত্রতা,আজান ও ইকামত,নামাজের বিবরণ,নামাজের ওয়াক্ত সূমহ ও রাকাত সমূহ,নামাজের নিয়্যেত , নামাজের দোয়া ও কালাম,রোজা ,ঈদ,হজ্ব ও ওমরাহ,কুরবানি ও আকিকা,যাকাত,দোয়া দুরুদ,আমল ও সায়্যিদুল ইস্তেগফার,বিভিন্ন আয়াতের আমল ও ফজিলত,চিত্র সহকারে নামাজ শিক্ষা,কাযা নামাজ,নামাজ আদায়ের নিয়ম,কতিপয় নফল নামাজের নিয়ম,সহীহ কোরআন শিক্ষা,পবিত্র কোরআন,আল কোরআন সূরা ক্রমুনাসারে,অডিও কোরআন,মৃত,কাফন – দাফন,জানাযার নিয়ম,কবরের প্রশ্ন ও শাস্তি,কবর জিয়ারতের নিয়ম,নামাজের সময়সূচি,কম্পাস ,তাসবিহ, হাদিস,আল্লাহর ৯৯ নাম সমূহ,ইসলামিক শিশুর সুন্দর নাম সহ আরো বিভিন্ন আমল রয়েছে এই সফটওয়্যারে।
আপনি আপনার জেলা বিত্তিক সময় নির্ধারন করতে পারবেন ।প্রথমে সফটওয়্যারটির 3ডটে ক্লিক করে সেটিংস অপশনে যান তারপর সার্চ আইকনে আপনার জেলার নাম লিখুন
তারপর ব্যাক বাটনে কিল্ক করুন ।দেখুন আপনার হোমপেজে আপনার জেলা অনুযায়ী নামাজের সময় এবং সেহরি -ইফতারের সময় শো করছে।
এই সফটওয়্যারের সকল ক্যাটাগরি আপনি অফলাইনে ব্যাবহার করতে পারবেন শুধুমাত্র অডিও তেলোয়াত এর সময় নেট কানেকশন চালু রেখে ডাউনলোড করতে হবে। ডাউনলোড সম্পূর্ন হয়ে গেলে পরে আপনি তেলোয়াাত গুলো অফলাইনে ব্যাবহার করতে পারবেন।
সিয়াম সাধনা এবং নামাজ শিক্ষার জন্য এই সফটওয়্যারটি অনেক প্রয়োজনিয় ।
পোষ্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যোগাযোগ করতে চাইলে
Facebook । Instagram । & Telegram
এ যোগাযোগ করতে পারবেন।
সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ।
আল্লাহ হাফেজ