Site icon Trickbd.com

ইউটিউব প্রিমিয়াম এর ট্রায়াল নিন খুব সহজেই!

আজকে আপনাদের দেখাবো কিভাবে YouTube Premium সহ Remini, chess.com ও অন্যান্য অ্যাকাউন্ট এর ট্রায়াল কিভাবে খুব সহজেই নিতে পারেন।

 

✅কোনো ভিপিএন লাগবে না

✅কার্ডিং-বিনিং এর ঝামেলা নাই,

✅বিন প্যাচ হওয়ার ভয় নেই,

✅ অনেক দিন ধরেই ইউজ করতে পারবেন।

 

প্রথমেই আপনারা এই ২ টি অ্যাপ ডাউনলোড করে নিবেন নিচের লিংক থেকে-

 

2nr Download

OlduBill Download

 

ডাউনলোড হয়ে গেলে 2nr অ্যাপ টি ওপেন করবেন এবং

 Resigtration এ ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে Sign Up করবেন।

এরপর অ্যাপটি পারমিশন চাইলে সবগুলো allow করে দিবেন

নিচের (+) বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে

এখান থেকে যেকোনো একটা নাম দিবেন । উপর থেকে নিচের দিকে টানলেই নাম্বারটি রিফ্রেশ হয়ে যাবে। এরপর save এ ক্লিক করে ” Agree”  অপশন টি সিলেক্ট করলেই নাম্বারটি সেভ হয়ে যাবে।

” Succuss Verification” লেখাটি আসলে আবার ও save এ ক্লিক করবেন।এরপর এরকম আসলে নাম্বার টির উপরে ক্লিক করে ” copy ” করে নিবেন তারপর অ্যাপটি থেকে বের হয়ে আসবেন।

এখন “OlduBil” অ্যাপটি ওপেন করে “Continue” দিবেন।

এখানে “Log In” বাটনে ক্লিক করে “+48”  দিয়ে নাম্বারটি দিয়ে লগইন করবেন।

নোটিফিকেশন থেকে ভেরিফাই কোড দেখে কোডটি দিয়ে Continue দিলে Password এর অপশন আসবে।

এখান থেকে “Remind Password” থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে next দিলেই হোম পেজ এ নিয়ে আসবে। পাসওয়ার্ডটি নোটপ্যাড এ লিখে রাখবেন।

লগইন না হলে আবারও আগের প্রসেসগুলো ফলো করে নতুন নাম্বার তৈরী করে নিবেন।তবে প্রথম বারেই লগইন হয়ে যায়।

এরপর My Wallet এ ক্লিক করলে কার্ড শো করবে এবং কার্ড টির উপরে ক্লিক করলে আবার কার্ডটি শো করবে আবার ও আপনি কার্ডটির উপরে ক্লিক করলে কার্ড নাম্বার, CVV, EXP দেখতে পাবেন। ⚠️ Screenshot Block করে দেওয়া আছে এজন্য এটার স্ক্রীনশট দিতে পারিনি।

 এখন আপনি ইউটিউব অ্যাপ, বা ব্রাউজার থেকে ইউটিউব প্রিমিয়াম এর ট্রায়াল নিতে পারবেন।

গুগল ক্রোম ব্রাউজার থেকে YouTube এ যাবেন। নিচের স্ক্রীনশট গুলো অনুসরণ করি।

“OlduBill” থাকে পাওয়া ক্রেডিট কার্ড এর ইনফরমেশন বসাবো। এরপর বাকি ইনফরমেশন গুলো আপনার ইচ্ছামত দিবেন এবং continue দিয়ে Buy এ ক্লিক করলেই আপনার ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এক্টিভ হয়ে যাবে।

শুধু ইউটিউব প্রিমিয়ামই নয় আপনি চাইলে এই ডিজিটাল কার্ড দিয়ে Remini, chess.com সহ আরো অনেক ওয়েবসাইট এর ট্রায়াল নিতে পারবেন। ⚠️ তবে কিছু ওয়েবসাইট এ এই কার্ড কাজ করবে না।

লেখায় কোনো ভুল থাকলে দয়াকরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন।

Credit: Dark Share

 

Exit mobile version