Site icon Trickbd.com

২০১৯ সালে ডাচ্-বাংলা ব্যাংক এর এইচএসসি শিক্ষাবৃত্তি এর বিস্তারিত তথ্য জেনে নিন।

Unnamed

ডাচ্-বাংলা ব্যাংক, তার সামাজিক কল্যাণ কার্যক্রমের আওতায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, ও স্নাতকসহ বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র- ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে
আসছে। সেই ধারাবাহিকতায় ২০১৯ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে।

বৃত্তির পরিমাণ ও সময়কাল

শিক্ষার স্তরঃ স্নাতক

সময়কালঃ ৩-৫ বছর (নবায়নযোগ্য)

মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা

বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫০০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা

* সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

* সিটি কর্পোরেশন এলাকার বাইরের / গ্রামাঞ্চলের কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ

* যে সকল ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতিত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

* গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

* http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে
হবে।
আবেদন ফরম এর সাথে যা যা সংযুক্ত করতে হবে সেগুলো হলো
* আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।

* আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।

* এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি।

* এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

* আবেদন শুরুর তারিখঃ ২১ জুলাই ২০১৯
* আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯

* ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর ২০১৯
*প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ২৪ সেপ্টেম্বর ২০১৯ – ১০অক্টোবর ২০১৯।

বিদ্রঃ

যে সকল ছাত্র-ছাত্রী ডাচ্ বাংলা শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোন সরকারী বিশ্ববিদ্যালয়/কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে।..