Site icon Trickbd.com

একাদশ শ্রেনীর ভর্তির ২য় ধাপের ফলাফল জানবেন যেভাবে দেখে নিন।

Unnamed

আছকে রাত ৮ টার সময় একাদশ শ্রেনীর ভর্তির ২য় ধাপের ফলাফল প্রকাশ হতে চলছে। আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন সে নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানানো হবে কিন্তু সেখানে শুধু কলেজ এর EIIN নম্বর থাকবে। কলেজের EIIN নম্বর না যানা থাকলে বুঝা মুশকিল হবে যে আপনি কোন কলেজে ভর্তির জন্য নির্বাচন হয়েছেন কিন্তু অনলাইন EIIN সহ কলেজের নাম সহ দেখা যাবে।

কি ভাবে অনলাইন ও ভর্তির ফলাফল দেখবেন।

প্রথমে এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন।

তার পর রোল,বোর্ড এর নাম, পাসের সাল, রেজিঃ নাম্বার এবং verification কোড দিয়ে view Result তে ক্লিক করুন।

তার পর দেখেন আপনি কোন কলেজের জন্য মনোনীত হয়েছেন।

আগামি কাল পোস্ট করা হবে কি ভাবে ভর্তির সিলেকশন নিশ্চায়ন করবেন।

যে কোনো প্রয়োজনে Facebook কে আমি

নতুন বিকাশ একাউন্ট খুলে ফ্রি ৭৫ টাকা নিন বোনাস বা বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়াও ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ