Site icon Trickbd.com

সুইজারল্যান্ডে বোরকা পরলে জরিমানা ৫ লাখ টাকা

Unnamed

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি
মেইল জানায়, দেশটির কোনো
দোকান, বাজার বা অন্যান্য
পাবলিক স্থানে সম্পূর্ণ মুখ
ঢাকতে পারবেন না মুসলিম
নারীরা।
জনসম্মুখে বোরকা পরিধানে
সাড়ে ছয় হাজার ইউরো
জরিমানার বিধান করল
সুইজারল্যান্ডের টিকিনো
প্রদেশের সরকার।
সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলের
স্থানীয় সরকার ২০১৩ সালে
প্রস্তাবিত এক আইনের
পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত

নিল
ডেইলি মেইল জানায়, টিকিনো
সরকার বোরখা ও নেকাব বাতিল
করতে চায়। স্থানীয় সংসদ
সদস্যরা এমন একটি আইন
প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন
যেখানে মুসলিম নারীরা নেকাব
পড়তে না পারেন। এছাড়া
পর্যটকদের জন্যও এটি প্রযোজ্য।
বিমানবন্দরেই এই নিয়মের কথা
জানিয়ে দেওয়া হবে।
জারিকৃত এই আইন অনুযায়ী
বোরকার জন্য সর্বনিম্ন
জরিমানা ৬৫ ইউরো এবং
সর্বোচ্চ অর্থদ- ৬ হাজার ৫০০
ইউরো। বাংলাদেশি টাকায় যার
মূল্য ৫ লাখ ৩২ হাজার টাকা।
দেশটির সংসদ জানায়, এই
নিষেধাজ্ঞা তাদের আইন
পরিপন্থী নয়।
এর আগে ফ্রান্সেও এমন
নিষেধাজ্ঞা জারি করা হয়।
বোরকা ও নেকাবের জন্য ৩৫
থেকে ১৫০ ইউরো পর্যন্ত
জরিমানার বিধান রয়েছে
দেশটিতে।

আমার সাইটে একবার ঘুরে আসবেন Tune4bd.com

Exit mobile version