Site icon Trickbd.com

বে-নামাজির শাস্তি

আল্লাহ তায়ালা বে-নামাজিদের জন্য ১৪টি শাস্তি নিদির্ষ্ট করে রেখেছেন।

দুনিয়াতে ৫টি শাস্তি

বে-নামাজির চেহারায় নেকারের জ্যোতি থাকবে না।
বে-নামাজির জিবিকার মধ্যে কোন বরকত থাকবে না।
বে-নামাজির কোন নেক কাজের ছওয়াব পাবে না।
বে-নামাজির কোন দোয়া কবুল হবে না।
বে-নামাজির কোন নেকার বান্দার দোয়ার ফলও পাবে না

মৃত্যুর সময় ৩টি শাস্তি
বে-নামাজির মৃত্যু হবে অত্যান্ত জিল্লতির ( বে-ইজ্জতি) সাথে।
বে-নামাজির মৃত্যু হবে অত্যান্ত হ্মুধর্ত অবস্থায় থাকবে।
বে-নামাজির মৃত্যু হবে অত্যান্ত পিপাসার্ত অবস্থায় ।
কবরে ৩টি আজাব
বে-নামাজির কবরকে এতটা সংকীর্ণ করে দেয়া হবে যে, পাঁজরের এক হাড় অন্য দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে।
বে-নামাজির কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে।
বে-নামাজিকে তার কবরে সুজা “আকরা” নামক বিশাল এক সাপ দংশন করতে থাকবে।
কেয়ামতের ৩টি শাস্তি
বে-নামাজির হিসাব কেয়ামতে অত্যান্ত কঠিন করা হবে।
বে-নামাজির উপর আল্লাহ তায়ালা নারাজ থাকবে।
বে-নামাজিকে অপমানের সাথে জাহান্নামের নিহ্মেপ করা হবে।