Site icon Trickbd.com

প্রকাশ্য পাপীকে আল্লাহ ক্ষমা করবেন না কেন ?

প্রকাশ্য পাপীকে আল্লাহ ক্ষমা করবেন
নাঃ
বর্তমান সমাজে প্রকাশ্যে সংঘটিত
কয়েকটি পাপঃ

১) টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরিধান
করা (পুরুষদের)।
২) দাড়ি মুণ্ডন করা।
৩) মানুষের সামনে গান-বাদ্য
বাজানো।
৪) ধুমপান
৫) নারীদের বেপর্দায় চলাফেরা।
৬) বিনা ওযরে (পুরুষের) জামাতের
সাথে নামায না পড়া।
৭) রামাযানে দিনের বেলায়
মানুষের সামনে পানাহার করা।

৮) সুদের কারবার করা ও সুদী ব্যাংকে
চাকরী করা।
৯) মানুষের সামনে গীবত ও
চুগোলখোরী করা।
১০) দ্বীনদার কোন মানুষকে নিয়ে
ঠাট্টা-বিদ্রুপ করা।
১১) খৃস্টানদের বড় দিন উদযাপনে অংশ
নেয়া।
১২) হিন্দুদের পুজায় বা তাদের মেলায়
অংশ নেয়া।
১৩) প্রকাশ্যে মুসলিমদের গালাগালি
করা।

……….
আল্লাহ বলেন, ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟْﺠَﻬْﺮَ ﺑِﺎﻟﺴُّﻮﺀِ ﻣِﻦَ
ﺍﻟْﻘَﻮْﻝِ ﺇِﻟَّﺎ ﻣَﻦْ ﻇُﻠِﻢَ “আল্লাহ কোন মন্দ বিষয়
প্রকাশ করা পছন্দ করেন না। তবে
কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা
আলাদা। (নিসাঃ ১৪৮)

রাসূলুল্লাহ সাঃ বলেন, ﻛُﻞُّ ﺃُﻣَّﺘِﻲ ﻣُﻌَﺎﻓًﻰ ﺇِﻟَّﺎ

ﺍﻟْﻤُﺠَﺎﻫِﺮِﻳﻦَ ﻭَﺇِﻥَّ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺠَﺎﻫَﺮَﺓِ ﺃَﻥْ ﻳَﻌْﻤَﻞَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ
ﻋَﻤَﻠًﺎ ﺛُﻢَّ ﻳُﺼْﺒِﺢَ ﻭَﻗَﺪْ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﻴَﻘُﻮﻝَ ﻳَﺎ ﻓُﻠَﺎﻥُ
ﻋَﻤِﻠْﺖُ ﺍﻟْﺒَﺎﺭِﺣَﺔَ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻭَﻗَﺪْ ﺑَﺎﺕَ ﻳَﺴْﺘُﺮُﻩُ ﺭَﺑُّﻪُ ﻭَﻳُﺼْﺒِﺢُ
ﻳَﻜْﺸِﻒُ ﺳِﺘْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻨْﻪُ
“আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে,
কিন্তু যারা প্রকাশ্যে পাপকাজ করে
বেড়ায় তাদেরকে ক্ষমা করা হবে না।

(বুখারী ও মুসলিম)