Site icon Trickbd.com

আসুন জেনে নেই সুরা ইয়াসিন এর ফযিলত

সুরা ইয়াসিন এর ফযিলতঃ

 

১ – নবী করিম (সাঃ) বলেছেন , যে ব্যাক্তি নিয়মিত ভাবে এইসুরা পাঠ করবে তার জন্য বেহেস্তের আট টি দরজা উন্মুক্ত থাকবে , সে যে কোনও দরজা দিয়ে প্রবেশ করতেপারবে !
২ – অন্য হাদিস এ আছে ম সূর্য উঠার সময় এই সুরা পরলে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যায় !

৩ – বর্ণিত আছে রাতে শোয়ার পূর্বে এই সুরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে !
৪ – এই সুরা একবার পাঠ করলে দশ খতম কুরআন পাঠের সোয়াব লিখা হয় ও পাঠকের সকল গুনাহমাফ হয়ে যায় !
৫ – হযরত আলী (রাঃ) থেকে বর্ণিতঃ নবী করিম (সাঃ) বলেছেনঃ সুরা ইয়াসিন এর আমলকরো , উহাতে দশ টি ফায়দা আছে, উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় , বস্ত্রের ব্যাবস্থা হয় , বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে, ভয় এবং বিপদ গ্রস্ত ব্যাক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে , কোনও ব্যাক্তি কারাগারে আটকা পরলে শীঘ্রই মুক্তি পাবে , মুসাফির পাঠ করলে বন্ধু পাবে ,এবং হারিয়ে যাওয়া জিনিষ ফিরে পাবে , মুমুরশ ব্যাক্তির পাশে পাঠ করলে মৃত্যু কষ্ট সহজ হবে , রোগাক্রান্ত ব্যাক্তি পাঠ করলে আরোগ্য হবে ইনশা আল্লাহ্‌