Site icon Trickbd.com

islamic post

Unnamed

যুবকদের জন্য একটি শিক্ষণীয় গল্পঃ

আসাকরি সবাই পড়বেন ।।
একদা এক যুবক ছেলের খুব ক্ষুধা লাগল । সে খাবারের খোঁজে বেড় হলো কিন্তু কোথাও খাবার পেলোনা এবং দুর্ভাগ্যবসত কেউ তাকে খাবারও দিলো না । তাই সে সহ্য করতে না পেরে এক ব্যক্তির বাগান থেকে একটি আপেল না বলে খেয়ে নিলো । পরবর্তীতে ছেলেটি তার কর্মের জন্য লজ্জিত হলো এবং ওই বাগানের মালিকের নিকট ক্ষমা চাইতে দৌড়ে গেল ।
কিন্তু মালিক তাকে ক্ষমা করবেনা বলে জানিয়ে দিলো এবং বিচার দিবসে আল্লাহর নিকট এর ফয়সালার দাবি করলো ।
যুবকটি বিনীত সুরে বারবার তাকে ক্ষমা করার অনুরোধ করলো । কিন্তু মালিক বারবার অস্বীকৃতি জানালো ।
এক পর্যায়ে মালিক বাসার ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলো । কিন্তু যুবকটি মালিক বাসা থেকে বেড় হওয়ার আগ পর্যন্ত বাসার সামনে দাড়িয়ে রইল । এক পর্যায়ে মালিক বেড় হলে সে আবার ক্ষমা করে দেওয়ার অনুরোধ করতে থাকলো ।
এবার মালিক রাজি হলো । কিন্তু একটি শর্ত জুড়ে দিলো । আর তা হলো তার মেয়েকে বিয়ে করতে হবে । আর এতে যুবকটি খুশি হয়ে গেলো ।
কিন্তু মালিক তাকে জানালো তার মেয়ে অন্ধ, বধির, বোবা এবং অকেজো । আর যদি তার এই মেয়েকে বিয়ে না করে সে তাকে ক্ষমা করবে না ।
আর এতে যুবকটি খুব হতাশ হলো । কিন্তু তার পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য বিয়েতে রাজি হলো ।
কিন্তু যুবকটি বিয়ের পর ঐ মেয়েকে দেখে আশ্চর্য হলেন । কারণ মেয়েটি ছিলো তার পিতার দেওয়া বর্ণনার বিপরীত ।
তখন যুবকটি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার সম্পর্কে তোমার পিতা এমন বর্ণনা করলেন কেন ?
সে (মেয়েটি) বললো, আমার পিতা অনেকদিন যাবত আমার জন্য ভালো ছেলে খুঁজতে ছিলেন । কিন্তু খুঁজে পাচ্ছিলেন না । তাই আপনার আল্লাহভীতি দেখে আপনাকে পরীক্ষা করার জন্য এরকম করেছিলেন । আর আমি অন্ধ ঠিকই, তবে হারাম দৃষ্টি থেকে; আমি বধির ঠিকই, তবে হারাম কথা শোনা থেকে; আমি বোবা ঠিকই, তবে হারাম বলা থেকে এবং আমি অকেজো ঠিকই, তবে হারাম কর্ম থেকে ।
‘সুবাহান আল্লাহ’
—————————-
শিক্ষাঃ
* মানুষের হক্ব নষ্ট করার সাথে জড়িত পাপের ক্ষমা মানুষ থেকেই নিতে হয় ।
* আল্লাহ তার প্রিয় বান্দার (ছেলে/মেয়ের) জন্য আরেক প্রিয় বান্দা (মেয়ে/ছেলে) নির্ধারণ করে রাখেন । আর আল্লাহর নিকট প্রিয় হওয়ার একটি বড় উপায় নিজেকে হারাম কর্ম থেকে দূরে রাখা ।
“আল্লাহ তা’আলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে বেচে থাকার তাওফিক দান করুণ, আমিন, সুম্মা আমিন ।।