Site icon Trickbd.com

সুরা ফাতিহা বঙ্গানুবাদ জেনে নিন

Unnamed

আজকে ১ম বারের মত ইসলামি পোস্ট লেখলাম ৷
 ※ Jan 06,2016 – 7:36 AM

» ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺮَّﺣْﻤﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِِ পরম করুনাময়
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ সমস্ত প্রসংশা
একমাত্র আল্লাহ তা’য়ালার জন্য ।
ﺍﻟﺮَّﺣْﻤـﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ যিনি পরম করুনাময় ও
মহান দয়ালু ﻣَﺎﻟِﻚِ ﻳَﻮْﻡِ ﺍﻟﺪِّﻳﻦِ যিনি
বিচার দিনের মালিক ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ
ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ আমরা তোমারই এবাদত
করি এবং তোমারই সাহায্য
প্রার্থনা করি ﺍﻫﺪِﻧَـﺎ ﺍﻟﺼِّﺮَﺍﻁَ ﺍﻟﻤُﺴﺘَﻘِﻴﻢَ
তুমি আমাদের সরল এ সহজ পথ
দেখাও ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧﻌَﻤﺖَ ﻋَﻠَﻴﻬِﻢْ

তাদের পথ যাদের তুমি অনুগ্রহ
দান করেছ । ﻏَﻴﺮِ ﺍﻟﻤَﻐﻀُﻮﺏِ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻭَﻻ
ﺍﻟﻀَّﺎﻟِّﻴﻦَ َ তাদের পথ নয়,(যারা)
অভিশপ্ত এবং পথহারা হয়েছে।

শানে নযুল: ফাতিহা শব্দটি
আরবী বাংলা পরিভাষায় এটি
ভূমিকার অর্থ প্রকাশ করে ।
নির্ভরযোগ্য হাদীসের ভাষ্যে
জানা যাঙয় যে, সর্ব প্রথম পুনাংগ
সুরা হিসেবে এ সুরাই নাযিল হয়।
মুলতঃ এ সুরা একটি প্রার্থনা
মাত্র। কোরআনের প্রথমে এ
সুরাকে স্থান দিয়ে এ শিক্ষাই
দেয়া হয়েছে যে, এ গ্রন্থ হতে
উপকৃত হতে হলে প্রথমে আল্লাহর
নিকট প্রার্থনা করতে হয় । বস্তুত এ
সুরা মানুষের পক্ষ থেকে একটি
প্রার্থনা বিশেষ আর পুর্নাংগ

জীবন বিধান আল-কোরআন হচ্ছে
আল্লাহর পক্ষ হতে এই প্রার্থনার
জবাব মাত্র।

লেখার ভিতরে কোন শব্দ ভুল গেলে মাফ করে দিবেন ৷ কেননা ইসলামি বিষয় ঠাট্যার নয় ৷

ধন্যবাদ…‼

ভাল লাগলে গরিবের সাইটটা ভিজিট করতে পারেন My Site Visit plss