১২ বছর বয়সে বালক মুহাম্মদ তার চাচা
আবু তালিবের
সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে শাম
দেশে সফর যাত্রা করেন।
সেখানে পৌঁছে যখন বিশ্রমাগারে
অাশ্রয় নিলেন
ইঞ্জিল কিতাবের বিশেষজ্ঞ
বুহায়রা
নামক একজন
ক্রিষ্টান পাদ্রী উপস্থিন হন ৷ তিনি
খুবই মনযোগে বালক
মুহাম্মদ কে পর্যাবেক্ষণ পূর্বক আবু
তালিব কে জিজ্ঞা
করলেন
—বাচ্চা টা কে ?
—ও আমারই ছেলে ৷
পাদ্রী বললেন
—আসমানী কিতাবের নির্দেশনা
অনুযায়ী বাচ্চাটার
এতীম হওয়ারই তো কথা !
আবু তালিব অত্যন্ত আশ্চর্য হয়ে
বললেন
— আপনি সত্য বলেছেন—এই বালক
এতীম, আমি তার চাচা
৷ কিন্তু আপনি কীভাবে তা জনলেন?
এবার পাদ্রী বললেন
— আপনাদের এই ব্যবসায়ী কাফেলা
যখন আসতে লাগল
অনেক দূর থেকে আমার দৃষ্টিগুচর হয় ৷
দেখলাম একখন্ড
মেঘ কাফেলার উপর ছায়াস্বরূপ সাথে
সাথে আসছে ৷
তারপর ব্যপারটা আমি পর্যাবেক্ষণ
বাকি রইল না— এই বালকের কারণেই
মেঘ ছায়া দিচ্ছে ৷
যখন সে ডানে যায় মেঘ ডানে যায়
আর যখন বাঁয়ে যায়
মেঘও নড়েচড়ে সেদিকে যায় ৷
সুবহানাল্লাহ…….