Site icon Trickbd.com

বাজারে প্রবেশের দোয়া ও ফজিলত

Unnamed

বাজারকে দুনিয়ার নিকৃষ্ট স্থান
হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
আবার বাজারে প্রবেশের দোয়ায়
রয়েছে অনেক ফজিলত। যা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লামের একটি গুরুত্বপূর্ণ
হাদিসে উল্লেখ হয়েছে।

হজরত সালিম ইবনু আবদুল্লাহ ইবনে ওমর
রাদিয়াল্লাহু আনহু হতে তাঁর পিতা
ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি

বাজারে প্রবেশের সময় এ দোয়া
পড়বে, আল্লাহ তাআলা ঐ ব্যক্তির
আমল নামায় ১০ লাখ নেকি লিখে
দেন এবং দশ লাখ গোনাহ মাফ করে
দেন। আর ঐ ব্যক্তির জন্য জান্নাতে
একটি প্রাসাদ তৈরি করেন।

মুসতাদরেকে হাকিমের বর্ণনায় দশ
লাখ মর্যাদা বুলন্দ করা হবে বলে
উল্লেখ করেছেন। (ইবনে মাজাহ,
আলবানি, মুস্তাদরেকে হাকিম)

বাজারে প্রবেশের দোয়া


উচ্চারণ : লা- ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা- শারি-কা লাহু, লাহুল
মুলকু ওয়া লাহুল হামদু ইউহইয়ু ওয়া
ইউমিতু ওয়া হুয়া হাইয়ু লা- ইউমিতু
বিয়াদিহিল খাইরু কুল্লুহু ওয়া হুয়া
আ’লা কুল্লি শাইয়িন ক্বাদির।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
বাজারে প্রবেশের সময় এ দোয়াটি
পড়ে গুরুত্বপূর্ণ ফজিলত অর্জনের
তাওফিক দান করুন। আমিন।,