কিছু অসতর্কতামুলক কাজে রোজা ভেংগে যায়। আধুনিক যুগের ফিকাহ নিয়ে এসেছে আধুনিক বিষয়ে সমস্যার সমাধান
♦ প্রশ্ন হলো– রোজা রেখে দিনের বেলা টুথব্রাশ, টুথপেস্ট ব্যাবহার করা যাবে কিনা?
== উত্তর: – ব্যবহার করা যাবেনা। কারণ এগুলোর স্বাদ সহ পানি গলার নিচে যায়। যাওয়ার সম্ভাবনা বেশি।. গলার নিচে পানি, খাবার ইত্যাদি কিছু স্বজ্ঞানে (জেনে বুঝে) ঢুকে গেলে রোজা ভেংগে যাবে। কোন রোগে বা সফরের কারণে ১ টা রোজা ভাংলে, পরে ১ টা রাখতে হয় কিন্তু বিনা কারনে রোজা ভাংলে হাদীসে আসছে সারা জীবন রোজা রাখলেও শোধ হয়না।
তাই মেসওয়াক করুন। এটা একদিকে সুন্নাত, অপর দিকে বৈজ্ঞানিক ভাবে বহু উপকারিতা রয়েছে।
♦ নিম বা অন্য কোন মেসওয়াক হয় এমন গাছের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা যাবে কিনা?
== কাচা ডাল নিম হইলে গলার নিচে চলে যায় তাই কিছুটা শুকনা করে নিতে হবে। আবার শুকনা মেসওয়াক পানিতে মাথা ভিজিয়ে মেসওয়াক করা যাবে। আর টুথপেস্ট ও যদি গলার নিচে যাওয়ার সম্ভাবনা না থাকে তবে তা ব্যাবহার করা যাবে। কিন্তু এমন পেস্ট আছে কিনা আমার জানা নাই। সতর্কতার নাম তাকওয়া একথা মনে রাখতে হবে।
♦ এভাবে যদি রোজা ভেংগে যায়, কাজা করতে হবে?
হটাত ভেংগে গেলে ১ টি কাজা করতে হবে ১ টির জন্য। । ১ম দিন ভুল হয় আর ২য় দিন হইলে তা ভুল বলা যায়না, তাই সতর্ক হতে হবে। মেসওয়াক বাজারেও পাওয়া যায়। তবে দাতন গাছ বলে ওষধি গাছ সেইটাও ব্যবহার করা উত্তম।
*** ফিকহুন নাওয়াঝিল।
(Keu prove chara hujuge faltu comment korbenna. Muslim hoile Muslim er moto vodro achoron korben. Gothonmulok somalochona korben jodi thake.)