আসসালামু আলাইকুম,
তেলাওয়াতে সেজদা হলো পবিত্র কুরআন তেলাওয়াত কালীন সময়ে কোন সেজদার আয়াত পাঠ করলে , অথবা শুনলে যে সেজদা দিতে হয়।
নিয়ম —
১। কেবলামুখি হয়ে আল্লাহু একবার বলে হাত বাঁধা। তারপর কিছু না পড়েই সেজদায় চলে যাওয়া, তাসবীহ পড়া ও উঠে দাঁড়ানো বা বসা।
২। একাধিক তেলাওয়াতে সেজদা থাকলে এক সাথে দেওয়া যাবেনা, আলাদা আলাদা করে সেজা দিতে হয়, অর্থাৎ ১ টা তাকবীর, ১ সেজদা দিয়ে দাঁড়ালেন, আবার সেজদা, আবার দাঁড়ালেন, আবার সেজদা এভাবে।
৩। সেই সময় টা ৩ সময় হইলে সেজদা দেওয়া যাবেনা, অর্থাৎ নিষীদ্ধ ৩ সময় (সুর্যদ্য, মধ্য দুপুর, সুর্যাস্ত)
আর সাহু সেজদা হলো কোন সময় নামাজের ভেতর ওয়াজিব কাজ বাদ পড়লে, এখানে ভুল হলে, বা ভুলের সন্দেহ হলে ২ টি সেজদা দিতে হয়, নামাজ শেষে, একবার ডানে সালাম ফিরিয়ে, সেজদা দিয়ে , আবার দরুদ দোয়া পড়ে নামাজ শেষ করার নাম । [ বিস্তারিত দেখুন >> ]
ধন্যবাদ।