আসসালামু আলাইকুম, আমি পোস্ট এর শুরুতে [২] লিখেছি কারণ এটা ধারাবাহিক শিরক মুক্ত জীবন গড়ার উপদেশ বিষয়ক ২য় টপিক, ১ম টপিক ছিলো “মক্কার কাফের রা আল্লাহ কে মানতো বিশ্বাস করতো ,তারা বলতো আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ দয়ালু,কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবেনা , মহব্বত করা যাবেনা এটা মানতো না প্রমান” দেখতে : Click This Link.
আজ বলব বাংলাদেশের ইসলামে সব আছে যেমন দাড়ি টুপি ফরজ সুন্নাত নফল মুস্তাহাব, হানাফী , শাফেয়ী , মালেকী ইত্যাদি। কিন্তু ৪ টা জিনিসের খুব অভাব , (খেয়াল রাখবেন)। আজ শুধু ৪ টির নাম বলা হবে ও পরে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে বর্ণনা দেয়া হবে।
অভাবের ৪ জিনিস কি?
১. লা ইলাহা ইল্লাল্লাহ
২. মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
৩. হককুল ইবাদ বা বান্দাহর হক/অধিকার।
৪. জামায়াত (একতা, বিচ্ছিন্ন না হওয়া)
যদিও পরে আলোচনা হবে কিন্তু আজ ৪ নাম্বার টা একটুখানি না বললেই নয়, নয়তো ভুল বুঝাবুঝি হতে পারে। অনেকে মনে করে জামায়াত অর্থ দল, অনেকে মনে করে জামায়াত মানে মতের মিল, কোন মতের দ্বিমত হবেনা। কিন্তু এই ২ অর্থ ই ভুল। হাদীসে জামায়াত অর্থ ভ্রাতৃত্ব বুঝান হয়েছে, দলের আরবী কখনোই জামায়াত নয়, দলের আরবী ফিরকাহ। আর যারা মনে করেন মতের মিল তারা ভুল একারণেই যা মতের মিল না থাকাই দুনিয়া সুন্দর, ২ জনের মতের মিল হয়না কখনোওই। কিন্তু মতের মিল না হওয়া আর ২ জন বিচ্ছিন্ন হওয়া এক নয়, এই বিচ্ছিন্ন না হওয়া কে হাদীস শরীফে জামায়াত বলা হয়েছে।
Previous Post বড় কৃপণ অরিজিনাল কৃপণ Click This Link