Site icon Trickbd.com

জাহান্নামের কিছু কঠিন পরিস্থিতিঃ (সুসংবাদ আছে ভয় নেই)

১. যাক্কুম গাছ (এর ছড়াগুলো শয়তানের মাথার ন্যায়) খেতে দেওয়া হবে,

২. ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে,

৩. উল্টোভাবে টেনে হেচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে,

৪. মরবেও না বাঁচবে না,

৫. পুঁজ মেশানো পানি পান করতে হবে,

৬. আগুণ তাদের মুখ চামড়া দগ্ধ করবে,

৭. জাহান্নামে সর্বনিম্ন শাস্তি হলো আগুনের ফিতাসহ দুটি জুতা (এতে মাথার মগজ ফুটতে থাকবে),

৮. চামড়া গলে যাবে, তখন সে স্হানে অন্য চামড়া পুনরায় সৃষ্টি হবে,

৯. জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী,

১০. প্রত্যেক কে জাহান্নামের উপর (পুলসিরাত) দিয়ে অতিক্রম করতে হবে,

১১. ফুটন্ত পানি মাথায় ঢালা হবে (এতে নাড়ি ভুঁড়ি দু’পায়ের মধ্য দিয়ে গলে গলে বের হয়ে যাবে, পুনরায় ঠিক হয়ে যাবে),

১২. ‘খোরাসানী’ উটের ন্যায় বিরাট বিরাট সাপ রয়েছে (যা একবার দংশন করলে তার বিষ ও ব্যাথা ৪০ ববছর পর্যন্ত থাকবে),

১৩. জাহান্নামের উত্তাপের তীব্রতা (এতো বেশি যে) একাংশ অপরাংশকে খেয়ে ফেলেছে,

১৪. কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি গোটা দুনিয়ার সম্পদ (যদি থাকতো তা) দিয়ে নিজেকে মুক্ত করতে চাইবে ।

রেফারেন্স- [১-২: সূরা ছাফফাত: ৬৩-৬৯| ৩: সূরা ক্বামার: ৪৭-৪৮| ৪: সূরা আল: ১৩| ৫: সূরা ইবরাহীম: ১৬-১৭| ৬: সূরা মুমিনূন: ১০৩-১০৪-| ৭: মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা: ৫৪২৩| ৮: সূরা নিসা: ৫৬| ৯: বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫২৩৪-| ১০: মরিয়ম: ৭১| ১১: সিলসিলা ছহীহা: ১৪৫৫| ১২: আহমাদ, মিশকাত হা: ৫৬৯১| ১৩: বুখারী, তাহকীকে মিশকাত হা: ৫৯১| ১৪: ববুখারী, মুসলিম, মিশকাত হা: ৫৪২৬]

—————————————————-

কিন্তু তাদের জন্য নয় যারা  ইমান আনে ও  সৎ আমল (সৎ কাজ) করে , ভালো কাজ করে + অপরকে ভাল কাজ করতে বলে, খারাপ কাজ  এড়িয়ে যায় ও অন্যকে খারাপ কাজ ছাড়তে বলে ।