আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
১.পর্ন দেখা বাদ দেন।
২.একাকী সময় কাটানো কমান।
৩.নামায মিস দিয়েন না।
৪.প্রতিবার নামায পড়ে হবু বউ এর জন্য দোয়া করেন। যাতে আপনার হবু বউ (যদি কপালে থাকে) এবং আপনি পাপ থেকে দূরে থাকতে পারেন।
৫.একা একা অলস সময় কাটাবেন না।ছোট বড় যেকোন একটা কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
৭. মেয়েদের(হিজাবী বা নন হিজাবী যেকোন মেয়ে) দেখলে চোখ সরিয়ে নিন, বা মাথা নিচু রাখুন। একবার দেখলে দ্বিতীয়বার ঐদিকে তাকাবেননা। একটা গুনাহ্ কিন্তু আর একটা গুনাহের রাস্তা খুলে দেয়। কোন কিছু দেখার সময় আল্লাহর চোখ দিয়ে দেখবেন। মানে আল্লাহ অপছন্দ করেন এরকম জিনিসের দিকে তাকাবেন না।
৮.বেশি কামনা জাগলে ওযু করেন। মনোযোগ সহকারে নফল নামায আদায়করেন।নামাযে এবং নামাযের পর দোয়ার সময় কান্নাকাটি করেন। এই নামাযের মূল্য আছে ভাই।
৯. তওবা করেন। জানেন, যেকোন দোয়া কবুল না হওয়ার অন্যতম কারন একই গুনাহ্ বার বার করা।
১০. বেশী বেশী রোজা রাখেন…! বিভিন্ন কাজে আত্ননিবেশ করেন..! এইটাই এখন আপনার পরীক্ষা! ইসলাম আপনার নিয়মে চলে না!!! ইসলাম ইসলামের নিয়মে চলে…
আল্রাহ হাফেজ।।।