Site icon Trickbd.com

আত্মহত্যাকারীর জানাযা পড়া কি নিষেধ বা তার জন্য কি মাগফিরাতের দুআ করা নিষেধ?!

Unnamed

কিছু মানুষ মনে করেন, আত্মহত্যাকারীর জানাযা পড়া যাবেনা বা তার জন্য মাগফিরাতের দুআ করা যাবেনা।

আত্মহত্যা মহাপাপ এবং এর শাস্তিও খুব ভয়াবহ- একথা সবাই জানে। কিন্তু তার জানাযা পড়া যাবেনা বা তার জন্য মাগফিরাতের দুআ করা যাবেনা এধারণা ঠিক নয়। তার জানাযাও পড়া হবে; তার জন্য মাগফিরাতের দুআও করা যাবে। তবে এমন ব্যক্তির জানাযায় শীর্ষস্থানীয় দ্বীনি ব্যক্তিত্ব না গিয়ে সাধারণ লোক দিয়ে নামায পড়িয়ে নেওয়াই উত্তম।

– শরহু মুসলিম, নববী ৭/৪৭ ( ৯৭৮ নং হাদীসের অধীনে); সুনানে কুবরা, নায়গাকী ৪/১৯

Exit mobile version