কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়- আল্লাহ কোনো বান্দার দিকে দশবার রহমতের দৃষ্টিতে তাকালে সে জামাতের সাথে নামায আদায় করতে পারে। আর চল্লিশবার রহমতের দৃষ্টিতে তাকালে হজ্বে যেতে পারে। সত্তরবার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে। এটি একটি মনগড়া কথা, এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসে এমন কোনো কথা খুঁজে পাওয়া যায় না।