আস্সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি
হাত থেকে পবিত্র কোরআন শরিফ পড়ে গেলে এর জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে।
তওবা ইস্তিগফার করতে হবে।
পবিত্র কোরআন ওজন করে সমপরিমাণ চাল বা কিছু দান করতে হবে- এমন কথা মোটেই সঠিক নয়।
এমন কোনো বাধ্যবাধকতা মোটেও নেই।
(আগলাতুল আওয়াম, ইসলামী নেসাব-৪৮৫-৮৬)।
উক্ত অবস্থায় অনুতপ্ত হয়ে ‘ইন্নালিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন’ পড়া যায় (বাক্বারাহ ১৫৬)।
উল্লেখ্য যে, পড়ে গেলে তুলে চুমো দেওয়া বা চাল বিতরণ করা ভিত্তিহীন প্রথা মাত্র।
-প্রিয়.কম লেখক : মাওলানা মিরাজ রহমান।
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ।
এ রকম আরও টিপস পেতে আমার সাইট থেকে একবার ঘুরে আসবেন সৌজন্য আমার সাইট ।