Site icon Trickbd.com

[[Islamic]]♦♦হযরত মুসা আ:’র জামানার চমৎকার একটিঘটনা।♦♦

Unnamed


আস্সালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আজ অনেক দিন পরে একটি ইসলামিক শিক্ষা মূলক পোষ্ট শেয়ার করলাম। তো চলুন শুরু করি।
=====♦♦♦=====
হযরত মুসা আ: একবার আল্লাহ্তায়ালাকে
জিজ্ঞেস করলেন, হে
আল্লাহ্!জান্নাতে
আমার সাথে কে
থাকবে?জবাবে বলা
হলো,ওমুক কসাই !
জবাবে কসাইয়ের নাম
শুনে মুসা আ:খুবই আশ্চর্য
হলেন।অনেক খোঁজ
করারপর মুসা আ: তাকে
বের করলেন।দেখলেন,
কসাই গোস্ত
বিক্রিতে ব্যস্ত!
সবশেষে কসাই
একটুকরো গোস্ত
একটিকাপড়ে মুড়িয়ে
নিলেন।অতঃপর
বাড়ির দিকে রওয়ানা
হলেন।মুসা আ: তাঁর
সম্পর্কে আরো জানার
জন্যে অনুমতি নিয়ে

পিছুপিছু তাঁর বাড়ি
গেলেন।কসাই বাড়ি
পৌঁছে গোস্ত রান্না
করলেন।অতপর রুটি
বানিয়ে তা
গোস্তের
ঝোলেমেখে নরম
করলেন।তারপর ঘরের
ভিতরের কামরায়
প্রবেশকরে শয়নরত এক
বৃদ্ধাকে উঠিয়ে
বসালেন । তারপর তার
মুখে টুকরো টুকরো রুটি
পুরেদিতে লাগলেন।
খাওয়ার পর বৃদ্ধা কি
যেন কানেকানে
বললেন। অমনি কসাই
মুচকি হাসলেন।দূর
থেকে মুসা আ: সব-ই
দেখছিলেন।কিন্তু,
কিছুই বুঝলেন না।মুসা
আ: বৃদ্ধার পরিচয় এবং
মুচকি হাসারবিষয়টি
কসাইকে জিজ্ঞেস
করলেন।কসাই বললেন,
ওনি আমার মা!আমি
বাজার থেকে আসার
পর সর্বপ্রথমআমার মাকে
রান্না করে খাওয়াই।
আর, মা খাওয়ার পর খুশি
হয়ে আমারকানের
কাছে এসে আল্লাহ্
তায়ালার কাছেএই
বলে দোআ করেন,
“আল্লাহ্
তায়ালাতোমাকে
বেহেস্ত দান করুক এবং
মুসা আ:এর সাথে
রাখুক”!আমি এই দোআ
শুনে এই ভেবে মুচকি
হাসিযে, কোথায়
মুসা আ: আর কোথায়
আমি।
ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমি★★★★★

Facebook page