Site icon Trickbd.com

বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়া’লা সাহায্যের হাত বাড়িয়ে দেন !!!

Unnamed

বিপদে পড়েননি এমন মানুষ খুজে পাওয়া ভার। সবাই কম-বেশি বিপদে পড়েছেন। কেউ একবার আর কেউ বহুবার। কিন্তু কখনো কি বিপদে পড়লে কোন দোয়া পড়েছেন? হয়তো বলবেন, বিপদের সময় দোয়া পড়ার কথা মনেই থাকে না।
একটি দোয়া পাঠ করলেই ভীষন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। স্বয়ং আল্লাহ তা’য়ালা সাহায্যের হাত বাড়িয়ে দেন। মূল্যবান সেই দোয়াটি এবার আমরা জনবো।

দোয়াটি হলো- ’

আল্লাহুম্মাস তুর আওরাতীনা ওয়া আমীন রাওয়াতীনা’

প্রখ্যাত সাহাবী হযরত

আবু সাঈদ খুদরী (রাঃ)

বর্ননা করেন, খন্দকের যুদ্ধের সময় আমরা আল্লাহর

রাসুল (সাঃ)

এর নিকট আরয করলাম, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! এ নাযুক মুহুর্তের জন্য কি কোন দোয়া আছে? আতংকের আতিশায্যে আমাদের হৃদপিন্ড যেন কন্ঠনালী পর্যন্ত এসে যাচ্ছে।

উত্তরে

রাসুলুল্লাহ(সাঃ) বললেন,

হ্যাঁ, আল্লাহর দরবারে এ ভাবে দোয়া কর, ’

আল্লাহুম্মাস তুর আওরাতীনা ওয়া আমীন রাওয়াতীনা’

অর্থাৎ

হে আল্লাহ! আমাদের সকল দুর্বলতাকে ঢেকে রাখুন এবং আমাদের আস্থিরতাকে স্থিরতায় পরিনত করুন।

হযরত আবু সাঈদ খুদরী(রাঃ) বলেন,

আল্লাহ তায়া’লা বাতাস পাঠিয়ে শত্রুদের মুখ থুবড়ে দিলেন এবং বাতাসের মাধ্যমেই তাদেরক ধ্বংস করে দিলেন।

Exit mobile version