Be a Trainer! Share your knowledge.
Home » Islamic Stories » কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে(মুসলিমরা সবাই দেখবেন প্লিজ আপনার পড়া দরকার এই হাদিস টা)

কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে(মুসলিমরা সবাই দেখবেন প্লিজ আপনার পড়া দরকার এই হাদিস টা)

♥♥আসসালামু আলাইকুম

♥♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন?আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

♥♥আবারও আপনাদের মাঝে একটি হাদিস নিয়ে আসলাম।প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন সবাই।

♥♥আর প্লিজ সাপোর্ট টিম আর অ্যাডমিনদের বলতেছি আপনারা পোস্টটি দেখবেন যদি ভালো মনে হয় তাহলে hot post এ রাখিয়েন।কারণ এটা সবার চোঁখে পড়লে ভালো হবে।সবাই পড়তে পারবে।

♥আর এই পোস্ট যদি আগে করা হয় তাহলে প্লিজ বলবেন পোস্ট টা ডিলিট করে দিব।

♥♥হাদিস শরিফে বর্ণিত আছে,যে কবর প্রতিনিয়ত তিনবার ডেকে বলেঃহে আল্লাহর বান্দা আমি নির্জন নিবাস,আমি অন্ধকারলয় এবং আমি পোঁকামাকড়েরর আবাস্থল।সুতরাং হে আল্লাহ পাকের বান্দা আমার অভ্যন্তরে সুখে দিনযাপন করার জন্য কিছু সন্চয় করেছ কি।

♥♥হযরত আনাস(রাঃ) হতে বর্ণিত আছে,যে কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে।

♥♥
(১)হে আদম সন্তান আজ আমার পৃষ্ঠদেশে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছ কিন্তু অতি সত্বরই তোমাকে আমার অভ্যন্তরে প্রবেশ করতে হবে।

(২)আজ আমার পৃষ্ঠে পাপ কাজ করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে তোমাকে আযাব ভোগ করতে হবে।

(৩)আজ আমার পৃষ্ঠে হাস্য কৌতুক করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে তোমাকে কান্নাকাটি করতে হবে।

(৪)আজ আমার পৃষ্ঠে হারাম মাল আরামে ভক্ষণ করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে নিকৃষ্ট পোকামাকড় তোমার নধর দেহ পরমানন্দে ভক্ষণ করবে।

(৫)হে আদম সন্তান তুমি আমার পৃষ্ঠে আনন্দে ও মহা সুখে কালাতিপাত করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে তোমাকে দুঃখিত ও চিন্তিত অবস্থায় থাকতে হবে।

(৬)আজ আমার পৃষ্ঠে হারাম বস্তু আরামে ভক্ষণ করে দেহ কাঠামো রিষ্ট পুষ্ট করেছ কিন্তু কাল তা আমার অভ্যন্তরে বিগলিত হয়ে যাবে।

(৭)আজ আমার পৃষ্ঠে অহংকার ও গৌরব করতেছ,কিন্তু কাল তোমাকে আমার অভ্যন্তরে লাঞ্ছিত পদদলিত ও অপদস্ত হতে হবে।

(৮)আজ আনন্দে ও উৎফুল্লচিত্তে আমার পৃষ্ঠে সানন্দে বিচরণ করতেছ,কিন্তু কাল তোমাকে আমার অভ্যন্তরে দুশ্চিন্তার মহাসাগরে হাবুডুবু খেতে হবে।

(৯)আজ ভূ-পৃষ্ঠে আলোর বন্যায় বিচরণ করতেছ,কিন্তু অচিরেই আমার অভ্যন্তরে ঘোর অন্ধকারে পড়ে থাকবে।

(১০)আজ আমার পৃষ্ঠে সদলবলে চলাফেরা করতেছ,কিন্তু কাল আমার অভ্যন্তরে তোমাকে নিংসঙ্গে একা পড়ে থাকতে হবে।

♥♥হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পথে চলার তাওফিক দান কর।হে আল্লাহ সত্যি আমরা পাঁপি আমরা গোনাগার আমাদেরকে মাফ করে দাও।হে আল্লাহ আমাদেরকে তোমার আদেশ ও বিশ্বনবীর দেখানো পথ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান কর।এবং কবরে গিয়ে যেনো শান্তি পাই।আমিন

♥♥আজকে এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তি পোস্ট এ সবাই ভালো থাকেন সুস্হ থাকেন নামাজ কালাম পড়েন।আমার জন্য দোয়া করিয়েন।ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে আমি ফ্রি ফেসবুক লিংক

♥♥♥আল্লাহ হাফেজ

6 years ago (Dec 04, 2017)

About Author (113)

MD Mizan
author

গরীব হয়ে জন্মগ্রহণ করাটা দোষের নয়। বরং গরীব হয়ে মৃত্যুবরণ করাটাই দোষের।কারণ সৃষ্টিকর্তা জন্মসূত্রই তোমাকে বিজয়ী করে পাঠিয়েছেন। ব্যর্থ হওয়ার জন্য নয়।

Trickbd Official Telegram

25 responses to “কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে(মুসলিমরা সবাই দেখবেন প্লিজ আপনার পড়া দরকার এই হাদিস টা)”

  1. ROCK.y Contributor says:

    অসাধারণ ✌✌

  2. FK Firoj Kobir Contributor says:

    জেনে নাজেনে অনেক পাপ কাজ করেছি, না জানি আমাদের কেমন শাস্তি হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও এবং সৎকর্ম করার তৌফিক দান করুন।

  3. Sabbir Hossain Author says:

    রেফারেন্স কি।

  4. Sumon Contributor says:

    পাশে অাছি।
    চালিয়ে যান।

  5. Google Boy Contributor says:

    ইসলামিক পোস্ট লিখছো ভালো কথা

    • Google Boy Contributor says:

      তার সাথে তোমার fb link দিয়েছো কেন? #Mizan

    • MD Mizan Author Post Creator says:

      ধন্যবাদ বলার জন্য

      ♥ভাইয়া সবাই তাদের ব্যক্তিগত ২ টা করে সাইট এর লিংক দেয়।youtub চ্যানেল ও সাইটের আর ২ টা লিংক দেয়ার নিয়ম আছে ট্রিকবিডিতে।আর আমার তো কোনো চ্যানেল বা সাইট নেই তাই ফেসবুক লিংক দিছি।আর এটা দেয়ার উদ্দেশ্য হলো।কাউকে যদি কোনা সাহায্য করতে পারি।

    • Google Boy Contributor says:

      অন্য পোস্টে লিংক দাও সেটা নিয়ে আমার কেমন্ট নাই

    • Google Boy Contributor says:

      ইসলামিক পোস্ট নিঃস্বার্থে লিখবে

    • MD Mizan Author Post Creator says:

      ok

      ♥ধন্যবাদ বলার জন্য ঠিক আছে ভাইয়া চেষ্টা করব না দেয়ার জন্য

    • Google Boy Contributor says:

      Okay

  6. Rs Sowkot Contributor says:

    ভাল পোস্ট

  7. chef zahid Contributor says:

    রেফারেন্স কই? কোন হাদিস শরিফে বর্ণিত আছে? প্রমান করেন।

Leave a Reply

Switch To Desktop Version