Site icon Trickbd.com

মুয়াজ্জিন হিসেবে আকামত দেওয়া ও মুসল্লি হিসেবে আকামতের উত্তর দেওয়া সম্পর্কে জেনে নিন!

Unnamed

আমরা এর আগের পোস্টের মাধ্যমে জেনেছি যে, কিভাবে আজান এবং আজানের উত্তর দিতে হয়। এবং সে পোস্টে এও উল্লেখ করেছিলাম যে, পরবর্তী পোস্টে আমরা আকামাত ও আকামতের উত্তর সম্পর্কে জানবো। সে প্রতিশ্রুতি অনুযায়ী আজকের এই পবিত্র জুমার দিনে পোস্টটি নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে আপনি জানতে পারবেন, কিভাবে একজন মুয়াজ্জিন হিসেবে আকামত দিবেন এবং মুসল্লি হিসেবে আকামতের উত্তর দিবেন। তো চলুন আরবি এবং বাংলা উচ্চারণসহ আকামতের উত্তর জানা যাক।

আরবিতে আকামাত :
الله أكبر الله أكبره الله أكبر الله أكبره
أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح
قد قامت الصلاة قد قامت الصلاة
الله أكبر الله أكبره
لا إله إلا الله
.
আকামতের বাংলা উচ্চারণ :
আল্লা-হু আকবর (৪ বার)
আশহাদু-আল্‌ লা- ইলাহা ইল্লাল্লাহ (২ বার)

আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ (২ বার)
হাইয়া আলাস সালা (২ বার)
হাইয়া আলাল ফালা (২ বার)
কদ কমাতি সালা (২ বার)
আল্লা-হু আকবর (২ বার)
লা ইলাহা ইল্লাল্লাহ (১ বার)
.
আরবিতে আকামতের উত্তর :
الله أكبر الله أكبره الله أكبر الله أكبره
أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِه لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِه لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا
الله أكبر الله أكبره
لا إله إلا الله
.
বাংলাতে আকামতের উত্তরের উচ্চারণ :
আল্লা-হু আকবর (৪ বার)
আশহাদু-আল্‌ লা- ইলাহা ইল্লাল্লাহ (২ বার)
আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ (২ বার)
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্‌ (২ বার)
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্‌ (২ বার)
আকামাহাল্লাহু ওয়াদামাহা (২বার)
আল্লা-হু আকবর (২ বার)
লা ইলাহা ইল্লাল্লাহ (১ বার)

আজকের গুরুত্বপূর্ণ এই ইসলামিক পোস্টটি কেমন লাগলো, তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজ থেকে যারা এতদিন আকামত ও আকামতের উত্তর দিতে পারতেন না, তারা তাড়াতাড়ি শিখে নিন, যাতে আপনি জামাতে নামাজ আদায় করতে গেলে মুয়াজ্জিন হিসেবে আকামত দিতে পারেন অথবা মুসল্লি হিসেবে আকামতের উত্তর দিতে পারেন। তো আরকি আজকের মত এখানেই পোস্ট শেষ করলাম।