Site icon Trickbd.com

মধুর কন্ঠে কুরঅান এর ছটো ছটো সূরা অফলাইনে শুনুন এবং অর্থ সহ বাংলা  ইংরেজি ও অারবিতে পড়ুন, মাত্র 7 MB এর একটি Apps দিয়ে।

Unnamed


আস্সালামু অালাইকুম


সবাই কেমন অাছেন। অামি ভালো অাছি অাজ একটি নতুন Trick নিয়ে হাজির হয়েছি।
…………………………………………………………………………….
Title দেখে হয়তো বা বুঝতেই পারছেন অাজ কি নিয়ে অালোচনা করবো।

হ্যা, অাজ অালোচনা করবো কিভাবে মধুর কন্ঠে কুরঅান এর ছটো ছটো ছুড়া অফলাইনে শুনা যায় এবং তা অর্থ সহ বাংলা  ইংরেজি ও অারবিতে পড়া যায় তাও অাবার মাত্র 7 MB এর একটি Apps দিয়ে।


……..
…..তো চলুন শুরু করি…..
,,,প্রথমে,,

এই App ডাউনলোড করার অাগে App সম্পর্কে কে কি কমেন্ট করেছে তা দেখুন অামি নিচে কিছু Screenshot দিলাম।

,,
,,
এবার এখান থেকে ডাউনলোড করুন

যারা পারেনা শুধু তারা দেখুন কিভাবে ডাউনলোড করবেন উপরের  Link ক্লিক করলে নিচের মতে পেজ পাবেন এবার  Install. এ ক্লিক করুন


,,
এবার দেখুন ডাউনলোড হচ্ছে এবার
,,
ডাউনলোড হয়ে গেলে নিচের মতো অাসবে এবার Open  এ ক্লিক করুন
,,
এবার দেখুন কুরঅান এর যতো ছটো ছুড়া অাছে সব গুলো এক সাথে।
,,
,,
,,এবার অাপনি যে ছুড়া পড়বেন বা শুনবে সেটাতে ক্লিক করুন।
..
.
দেখুন অামি শুনতেও পারতেছি এবং অর্থ সহ পড়তে পারতেছি।