Site icon Trickbd.com

মুসলমানরা দেখে নিন দুটি আয়াত ,যা ছোট ও সহজ কিন্তু সোয়াবে বেশি

Unnamed

সবাই আমার সালাম নিবেন ।আশা করি সবাই ভালো আছেন ।আমি ভালো আছি ।

আজকের টপিক


এখানে আমরা অনেকে মুসলমান ।সবাই জানি মৃত্যুর পরে আমাদের আরেকটি জিবন আছে ।যেখানে আমাদের এ জীবনের কাজের হিসাব দিতে হবে ।কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যাস্ত থাকার জন্য আল্লার জন্য নামায বাদে সময় দিতে পারছিনা ।কিন্তু আমাদের প্রিয় নবি রাসুল (স.) উম্মতের কথা সব সময় ভাবতেন ।এজন্য তিনি আমাদের অতীব বরকতময় দুটি আয়াত এর শিক্ষা দিয়েছেন ।আয়াত দুটি হল :
  • সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ,
  • সুবাহানাল্লিহিল আযিম
  • এ দুটি আয়াত সর্ম্পকে তিনি হাদিস এ বলেছেন “এ দুটি বাক্য এমন কিছু রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় ,উচ্চারণ এ সহজ ও দাঁড়িপাল্লায় খুবই ভারী ।”

    এ থেকে বুঝা যায় এ বাক্যদ্বয় আল্লাহল নিকট খুবই প্রিয় ।কেননা এতে তার পবিত্রতা ,মহিমা ও প্রসংসা বর্ণনা করা হয়েছে । এবং এটি শেষ বিচারের দিন যখন আমাদের পাপ পূণ্যের হিসাব হবে তখন খুবই ভারী হবে ।
    যেহেতু আরবি অন্য দেশের ভাষা ,তাই এটি আমাদের কাছে কঠিন ।কিন্তু এ আয়াত দুটি খুব সহজ ।তাই এগুলো মুকস্থ হবে সহজে ।
    তাই সবার কাছে আমার অনুরোধ আয়াত দুটি মুকস্থ করে বেশি পাঠ করবেন ।
    ধন্যবাদ
    Exit mobile version