আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন ।আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হলাম ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এক ব্যক্তি নিজের উপর পাপচার করেছিল । তার মৃত্যু উপস্থিত হলে ছেলেদের ওসিয়ত করে বললো,আমি মারা যাওয়ার পর আমাকে আগুনে পুড়িয়ে দিবে।তারপর আমাকে চূর্ণ-বিচূর্ণ
করে আমাকে সমুদ্রে ফেলেদেবে। আল্লাহর শপথ! যদি আমার রব আমাকে পাকড়াও করতে পারেন তাহলে আমাকে এমন ভয়াবহ শাস্তি দিবেন যা অন্য কাউকে দেননি। তারপর তার পুত্ররা তার ওসিয়ত মতো কাজ করলো।
আল্লাহ তাআলা জমীনকে বলেন, তুমি তার দেহ থেকে যা গ্রহন করেছো, তা ফেরত দাও। ফলে সে সোজা দাঁড়িয়ে গেল। আল্লাহ্ তায়ালা তাকে জিজ্ঞেস করলেন এই কাজ তুমি কেন করেছো?
সে বলল , হে প্রভু! আপনার ভয়। এজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
শিক্ষা
১.আল্লাহ্ তায়ালা সব দেখেন, সব জানেন ।
২.আল্লাহ্ তায়ালা প্রতিটি বিষয়ে হিসাব নেবেন ।
৩.একমাত্র আল্লাহ্ তায়ালাকে ভয় করব এবং তার ইবাদত করবো।
সূত্র : সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২৫৫
আজ আর নয়। কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আল্লাহ্ হাফেজ ।
নিয়ে এলাম অসাধারণ কাহিনী নিয়ে যার মাধ্যমে আমাদের আল্লাহ্ তায়ালার প্রতি ভয় করতে শেখাবে।

Unnamed