Site icon Trickbd.com

আমার দেখা সেরা কুরআন এপ Al Quran।যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বিশেষ প্রয়োজনীয়।#বাংলা উচ্চারন ও অর্থ সহ [Al Quran]

Unnamed

আসসালামু আলাইকুম

সকলে কেমন আছেন?
আশা করি সকলেই আল্লাহর মেহেরবানিতে ভাল আছেন, সুস্থ আছেন ।
আমি ও আল্লাহর দয়ায় সুস্থ আছি।

কিন্তু মনটা বড় ভারাক্রান্ত হয়ে আছে।
কারন আমাদের মাঝে থেকে তিন জন জ্ঞানি, গুনি লেখক (Author)বিদায় নিয়েছে।
যে কারনেই হোক আমরা তাদের হারিয়েছি।

আর আমিও অনেক দিন পর পোস্ট করছি।

#আজ আমি আপনাদের সাথে সুন্দর একটা কুর-আন এপ শেয়ার করব।

#আমরা সকল মুসলমান ই জানি যে কুর-আন আমাদের জন্য কতটা গুরুত্ব পূর্ন।
#আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে যারা আরবি পড়তে পারে না।

#আর তাদের জন্য মূলত আজকের পোস্ট।

#এই কুর- আন এপ এর যে বৈশিষ্ট আছে তা হলো। এতে আরবি লেখার পাশা পাশি বাংলা উচ্চারন সহ অর্থ দেওয়া আছে।
আবার চাইলে আপনি কুন-আন পড়া শুনতে ও পারেন কিন্তু তার জন্য ইন্টার নেট কানেকশন প্রয়োজন হবে।

# এর আরও একটা বিষয় ভাল লাগছে তা হলো আপনি চাইলে আসল কুর-আন এর মত পাড়া বাই পাড়া পড়তে পারবেন
আবার ইচ্ছা করলে সূরা বাই সূরা ও পড়তে পারবেন।

#পাড়া বাই পাড়া পড়তে Read by Para তে ক্লিক করে পড়তে থাকুন।
#imege1:-
আর সূরা বাই সূরা পড়তে Read By Syra তে ক্লিক করে পড়তে থাকুন।।
#imege2:-
#আর শুনতে চাইলে নেই কানেকশন অন করে Listen Quran এ ক্লিক করে শুনতে পারবেন।
#imege3:-

কুর- আন এর তথ্য সমূহ

#App name: Al Quran
#App Size :-9.25MB
#Dawnload link:- →Download app←

#কুর-আন এপ টির কিছু স্ক্রিনসট দেখুন।
#imege4:-
#imege5:-
#imege6:-
#imege7:-
সর্বদা ইসলামের সাথে থাকুন।

নামাজ কায়েম করুন। নিজে জানুন অন্যকে ও জানান।

#নিজে কুরআন শিক্ষা করুন এবং অন্য কে শেখান।
কারন
সেই সর্ব শ্রেষ্ট যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। (আল হাদিস)

#কোনো ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দিবেন।
কারন মানুষ মাত্রই ভুল হয়।