Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
Assalamualikum আজকে আমি আপনাদের মাঝে মহানবী (সাঃ) এর কিছু হাদিস নিয়ে আসলাম। এই পর্বে আমরা জানতে পারবো রসূলুল্লাহ সাঃ,দান,ইসলাম,পবিত্রতা,শিশু,যুলম,নিন্দুক,খাবার আদব সম্পর্কে আমাদের মহানবী (সাঃ) কি বলেছেন ।
রসূলুল্লাহ সাঃ
১৮১. আমি রসূলুল্লাহ (সা) চাইতে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি। [ আবু হুরাইরা রা. তিরমিযী ]
১৮২. আমি কাউকেও রসূলুল্লাহর (সা) চাইতে দ্রুত চলতে দেখিনি। [ আবু হুরাইরা রাঃ তিরমিযী ]
১৮৩. রসূলুল্লাহ (সাঃ) কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি ‘ না’ বলেছেন, এমন কখনো হয়নি। [ জাবির : সহীহ বুখারী ]
১৮৪. রসূলুল্লাহ (সাঃ) রোগীর সেবা করতেন এবং কফিনের সাথে যেতেন।[ আনাস রাঃ ইবনে মাজাহ ]
১৮৫. রসূলুল্লাহ (সা) দীর্ঘ সময় চুপ থাকতেন । [ জাবির বিন সামু রাঃ শরহে সুন্নাহ ]
১৮৬. রসূলুল্লাহ (সা) যখন কথা বলতেন ,তখন কেউ ইচ্ছে করলে তাঁর বক্তব্যের শব্দ সংখ্যা গুণে নিতে পারতো ।[ আয়েশা রাঃ সহীহ বুখারী ]
১৮৭. রসূলুল্লাহ (সা) কথা বলতেন থেমে থেমে স্পষ্ট করে । [ জাবির রাঃ আবু দাউদ ]
১৮৮. রসূলুল্লাহ (সা) সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না , বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন।[ আয়েশা রাঃ তিরমিযী ]
১৮৯. আমি প্রেরিত হয়েছি রহমত হিসেবে। [ সহীহ মুসলিম ]
১৯০.আল্লাহর নবীর চরিত্র ছিলো ঠিক কুরআনের মতো।[আয়েশা রাঃ সহীহ মুসলিম ]
দান
১৯১.দান হচ্ছে একটি প্রমাণ। [ সহীহ মুসলিম ]
১৯২. যে আল্লাহর পথে একটি দান করে ,আল্লাহ তার জন্যে সাতশ ; গুণ লিখে দেন। [ তিরমিযী ]
১৯৩. দান সম্পদ কমায়না। [ তিবরানী ]
ইসলাম
১৯৫. সব কাজের আসল কাজ হলো ‘ ইসলাম’।[ আহমদ ]
১৯৬. কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। [ তাগরীব ]
পবিত্রতা
১৯৭. পবিত্রতা ঈমানের অর্ধেক। [ সহীহ মুসলিম ]
১৯৮. যে পূত পবিত্র থাকতে চায় ,আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন।[ সহীহ বুখারী ]
শিশু
১৯৯. শিশুরা আল্লাহর ফুল।[ তিরমিযী ]
২০০. তোমাদের মাঝে উত্তম লোক সে ,যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। [ ইবনে মাজাহ ]
যুলম
২০১. যুলম করা থেকে বিরত থাকা ।কেননা , কিয়ামতের দিন যুলম অন্ধকারের রূপ নেবে। [ সহীহ মুসলিম ]
২০২. মযলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। [ সহীহ বুখারী ]
নিন্দুক
২০৩. কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবেনা। [ বুখারী ]
২০৪. রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো।[ আদাবুল মুফরাদ ]
২০৫.তোমাদের কেউ যখন উত্তেজিত হবে , সে যেনো অযু করে আসে। [ আবু দাউদ ]
খাবার আদব
২০৬. ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও। [ সহীহ বুখারী ]
২০৭. যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে , সে যেনো নিজের মেহমানকে সম্মান -যত্ন করে । [ সহীহ বুখারী ]
??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??
?পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ❤