আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
একজন রাজা ছিলেন
যিনি তাঁর দেশে নানা স্থান সফর করার
সিদ্ধান্ত নিয়েছিলেন।
.
.
তিনি বিভিন্ন জায়গা
দিয়ে যাবার সাথে
সাথে সবাই তাকে
দেখতে ছুটে গেল।
.
যাইহোক, একটি নির্দিষ্ট
জায়গা দিয়ে যাওয়ার
সময় তিনি লক্ষ্য করলেন
যে এক দরিদ্র বৃদ্ধ লোকটি
রাজার আগমনকে কোন
মনোযোগ দেয় নি এবং
নিজের কাজে ব্যস্ত রইল।
.
.
রাজা এই দরিদ্র লোকটির
কাছে গিয়ে জিজ্ঞাসা
করলেন যে কেন তিনি
.
দরিদ্র লোকটি জবাব দিল,
“আপনার আগে আরও একজন
রাজা ছিলেন যিনি
একবার এই জায়গাটির
পাশ দিয়ে যাচ্ছিলেন।
.
প্রত্যেকে তাকেও
দেখতে এসে জড়ো
হয়েছিল।
.
কিন্তু, কিছুদিন
পরে তিনি মারা গেলেন
এবং পাশের জায়গায়
তাকে কবর দেওয়া
হয়েছিল।
.
সেই সময় একজন
দরিদ্র লোকও মারা
গিয়েছিল।
.
.
রাজার কবরের নিকটে
সমাধিস্থ করা হয়েছিল
এক বছর পরে সেই
অঞ্চলটি দিয়ে একটি
শক্তিশালী বন্যা
প্রবাহিত হয়েছিল।
.
যার ফলে সেই কবরগুলি উল্টে
গেল।
.
ফলস্বরূপ, দরিদ্র
লোকটির হাড়গুলি এবং রাজার
.
আমরা এর মধ্যে পার্থক্য
খুজে বের করতে পারিনি।
.
.
এগুলি আর
দেখার পরে, কে আর
রাজা এবং কে ভিক্ষুক
তা নিয়ে আমার আর কিছু
আসে যায় না।”
.
শেষ পর্যন্ত আমাদের সবার স্থান
একই তবে কেন এত অহংকার কেন।
.
আসূন সবাই অহংকার থেকে দূরে থাকি।
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।