Site icon Trickbd.com

জেনে নিন একজন আদর্শ মায়ের একটি সুন্দর ইসলামিক গল্প।

Unnamed

আস্সালামুআলাইকুম। আশা
করি সবাই আল্লাহ
তাআলার অশেষ রহমতে
ভালো আছেন। আপনাদের
দোয়ায় আমিও ভালো
আছি।
.
আশা করি Post টা সবার
উপকারে আসবে। সবাই
ধৈর্য ধরে সবাই পোষ্ট টা
পড়বেন আর কিছু না বুঝলে
কমেন্ট বক্সে কমেন্ট করেন।
তো শুরু করা যাক।

.
অনেকেই হয়ত টাইটেল
দেখে বুঝে গেছেন কি
নিয়া আলোচনা করব।
.
আজকে আমি একজন আদর্শ মা তার ছোট্ট বাচ্চাকে কিভাবে আল্লাহর ইবাদত করার জন্য আগ্রহ বাড়াচ্ছে তার একটি সুন্দর ইসলামিক গল্প শোনাবো।
.
এক পরিবারে একটি ছোট্ট বাচ্চা, তার মা, তার বাবা বসবাস করতো।
একদিন ছোট্ট বাচ্চাটি তার মায়ের কাছে ক্ষুধার্ত অবস্থায় এসে খাবার চাইল।
.
তখন তার মা তাকে বলল বাবা আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ তোমাকে খাবার দিবে।
.
তখন ছোট্ট বাচ্চাটি তার মায়ের কথামত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইত। তখন তার মা প্রতিদিন যখন সে সিজাদায় যায় তখন চুপ করে তার সামনে খাবার রেখে দেয় এবং এভাবে ছোট্ট বাচ্চাটি প্রতিদিন খাবার চায়।
.
কিন্তু হঠাৎ একদিন বাচ্চাটির মা মেহমান বাড়িতে যায় বাচ্চাটিকে বাড়িতে রেখে। কিন্তু তার মা চিন্তা করতেছে এবং মনে মনে ভাবতেছে যে, আজকে যদি আমার ছেলেটা খাবার না পায় তাহলে আল্লাহর প্রতি তার বিশ্বাস হাড়িয়ে যাবে। তখন তার মা বাড়িতে আসতে চাইলে তারা বাড়িতে আসতে দেয় না।
.
এদিকে ছোট্ট বাচ্চাটি প্রতিদিনের ন্যায় সেদিনও আল্লাহ তায়ালার কাছে চেয়েছিল এবং তার সামনে খাবার পেয়েছিলো। সুবহানআল্লাহ।
.
তারপরে সন্ধায় তার মা বাড়িতে এসে তাকে বলল, বাবা আজকে কেমন খেয়েছো? বাচ্চাটি বলল, আম্মু আজকের খাবারটা খুব সুন্দর হয়েছে কালকের খাবারগুলোর চেয়ে।সুবহানআল্লাহ।
.
এভাবে আগ্রহ বাড়তে বাড়তে বাচ্চাটি একজন ভালো মানুষে পরিণত হয়েছিল।
.
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলামিক গল্প পড়ে তার উপর আমল করার তৌফিক দাণ করুন। আমিন।

লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ।

Exit mobile version