Site icon Trickbd.com

[ISLAMIC] যেভাবে সালাম এর প্রচলন শুরু হয়।

Unnamed

‘আসসালামু আলাইকুম’ অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক ।
বুঝতেই পারছেন সালাম মর্যাদা কতটুকু ।
কিন্তু কিভাবে সালামের প্রচলন শুরু হয়?
এটা প্রত্যেক মুসলিম এর জানা দরকার। অনেক সময় কেউ প্রশ্ন করতে পারে।
চলুন মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনি কিছু অংশ থেকে জেনে নেই।

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) যখন মেরাজে গিয়েছিলেন অর্থাৎ আল্লাহ সাথে দেখা করতে গেলেন। যখন আল্লাহর সাথে দেখা হল। আল্লাহ তায়াল রাসুল কে জিজ্ঞাস করলেন, হে আমার বন্ধু কারো বাসায় কেউ গেলে কিছু হাদিয়া নিতে হয়। আপনি আমার জন্য কি এনেছেন। তখন রসুল (সঃ) তখন একটু লজ্জা পেলেন।
তখন আল্লাহর রাসুল বললেন: হে আল্লাহ, আপনাকে দেয়ার মত কিছুই নেই। আপনারতো কোন কিছুর অভাব নেই।

আপনাকে আমি কি দিতে পারি?
তখন আল্লাহ তায়ালা বললেন, নিশ্চয় সালাম হচ্ছে সবচেয়ে দামী নিয়ামত।
আপনি আমাকে হাদিয়া সালাম দিতে পারেন। তখন আল্লাহ ও তার রাসুল উভয় একে অপরকে সালাম ও জবাব দিলেন। এখান থেকেই সালাম এর প্রচলন শুরু হয়।
*অনেকেই আছে যারা অন্যের সালাম এর অপেক্ষায় থাকে যেটা মোটে ঠিক না।
ভালো থাকবেন