Site icon Trickbd.com

গানের মধ্যে ছবি যুক্ত করুন আপনার জাবা and Symbian ফোন দিয়ে

Unnamed

অনেক সময় MP3 গানের মধ্যে অনেক
ধরনের ছবে দেখি।কিন্তু যারা জাবা
ফোন ব্যবহার করেন,তারা মনে করেন
সেটা পরিবর্তন করা যাবে না।তাদের
জন্যৈ আমার আজকের টিউন।
Download: Download Now

পদ্বতিঃ প্রথমে সফ্টোআরটি আপনার
মোবাইলে ডাউনলোড করুন।তারপর এটি
অপেন করুন।
এবার Option->Browse এ ক্লিক করুন।
তারপর মেমোরি কার্ড থেকে আপনার

গানটি সিলেক্ট করুন।
এখানে আপনি গানের ট্যাগগুলো
এডিট করতে পারবেন।এবার Option-
>Album Art এ ক্লিক করুন।
কোন ফটো থাকলে Option->Replace এ
ক্লিক করুন।
আপনি গানের মধ্যে যে ফটোটা দিতে
চান,সেটা বেচে নিন।
এবার Option->Back এ ক্লিক করুন।
সব কাজ টিকমত করতে পারলে Option-
>Save এ ক্লিক করুন
কাজ শেষ।এবার “Saving Progress”
দেখাবে।অর্থাত্ আপনার গানটি সেভ
হচ্ছে।
সেভ হয়ে গেলে Gallary থেকে গানটি
অপেন করুন আর দেখুন গানটির সাথে
আপনার কাঙ্কিত ছবি যুক্ত হয়ে
গেছে।