Site icon Trickbd.com

Nokia মোবাইল এর মেমোরি কার্ড এর পাসওয়ার্ড ভুলে গেছেন ? সমস্যা নাই । এই টিউনটি দেখেন আর পাসওয়ার্ড রিমুভ করুন কোন ডেটা হারানো ছাড়াই।

Unnamed

আসসালামুআলাইকুম……

আশা করি ভালো আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

কিছুদিন পরেই আমার। Exam শুরু সকলে দোয়া করবেন যেন পরীক্ষায় আবারও ক্লাসে সকলের আগে রোল নাম্বারটা রাখতে পারি।
কিছু দিন হয়তো আমার প্রিয় Trickbd.com এর সাথে থাকতে পারব না।??
তবুও থাকার চেষ্টা করবো।
তো যাই হোক দুপুরের দিকে একটা পোষ্ট করেছি……
তাই ভাবলাম এখন আবার একটা পোষ্ট করি…….

আশা করি আপনাদের ভালো লাগবে।???l

তবে এ পোষ্টটি নোকিয়া ব্যবহারকৃত ভাই দের জন্য

মোবাইল ফোন ব্যবহার করেন আর মেমোরি কার্ড তো আবশ্যক । পাসওয়ার্ড ও অনেকেই দেন ।
কিন্তু সমস্যা হয় পাসওয়ার্ড ভুলে গেলে । অনেক সময় ভুলেই যাই অনেকে।
আজকে এ বিষয়ে সমাধান দিব। ??

আসুন দেখি কিভাবে পাসওয়ার্ড ভুলে গিয়েও পাসওয়ার্ড রিমুভ করবেন Nokia মোবাইলকোন ডেটা হারানো ছাড়াই।??

##১।প্রথমে FExplorer নামের এই সফটটা ডাউনলোড করে আপনার মোবাইল এ নিয়ে রান করুন ।??

##২।রান করার পর মোবাইল এর C: ড্রাইভ এ যান।৩।এবারে C:System ফোল্ডার এ ঢুকুন ।??

##৪।এবারে mmcstore নামের ফাইলটা কপি করে এমন একটি ফোল্ডারএ সেভ করুন যেখান থেকে আপনি টা আপনার কম্পিউটার এ কপি করতে পারবেন ।??

##৫।কপি হয়ে গেলে mmcstore ফাইলটি Notepad দিয়ে ওপেন করুন ।
ব্যাস কাজ শেষ এবার আপনি Notepad এ আপনার মেমোরি কার্ড এর পাসওয়ার্ড দেখতে পারবেন ।
[only for symbian.এর জন্য আপনারা চাইলে getjar থেকে সফটটা ডাউনলোড করে নিতে পারেন ]……

আজ আর নয়।??
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথে থাকুন।

Exit mobile version